মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রাইভেট স্টেট কলেজে ২০২১-২০২২ শিক্ষা বর্ষে লক্ষ টাকার স্কলারশিপ পরীক্ষা

মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ দিনাজপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রাইভেট স্টেট কলেজে ২০২১-২০২২ শিক্ষা বর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ছাত্র-ছাত্রীদের কার্যক্রমের অংশ হিসেবে এবং শিক্ষার্থীদের শিক্ষার গুণগতমান বহিঃপ্রকাশের লক্ষ্যে ২ জানুয়ারি রোববার সকাল সাড়ে ১১ টায় ২০২১-২০২২ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের মধ্য থেকে লক্ষ লক্ষ টাকার স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত স্কলারশিপ পরীক্ষায় মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকে কয়েক লক্ষ টাকার স্কলারশিপ প্রদান করা হবে। অত্র প্রতিষ্ঠান শুরু থেকেই এই কার্যক্রম পরিচালনা করে আসছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রতিষ্ঠানের পরিচালক মোঃ তোফাজ্জল হোসেন জানান। দিনাজপুরে এই শীত মৌসুমে অতিরিক্ত শীতের কারণে ২ জানুয়ারি অত্র প্রতিষ্ঠানে অনুষ্ঠিত স্কলারশিপ পরীক্ষায় অংশগ্রহণ করতে যারা পারেনি তাদের আগামী ৪ জানুয়ারি দ্বিতীয় ধাপে স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এই স্কলারশিপ পরীক্ষা চলাকালীন সময় অত্র প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল মোঃ আলমগীর হোসেন, পরিচালক মোঃ তোফাজ্জল হোসেন কলেজের অন্যান্য শিক্ষক মন্ডলী পরিদর্শন পর্যবেক্ষণসহ পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করেন।

Spread the love