শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ফিজারের সঙ্গে কানাডার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Fijarপ্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমানের সঙ্গে কানাডার রাষ্ট্রদূত হিদার ক্রুডেন সৌজন্য সাক্ষাৎ করেন আজ তার অফিসকক্ষে । বৈঠকে প্রাথমিক শিক্ষার সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী প্রাথমিক শিক্ষাখাতে কানাডা সরকারের বিদ্যমান সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
রাষ্ট্রদূত প্রাথমিক শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন কার্যকরী পদক্ষেপের প্রশংসা করে কানাডা সরকারের এ খাতে সবধরনের সহায়তা অটুট থাকবে বলে নিশ্চিত করেন।
সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রূপন কান্তি শীল ও ঢাকাস্থ কানাডা দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (ডেভেলপমেন্ট) ক্রিস্টোফার ক্যুনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Spread the love