শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রিমিয়ার লিগের প্রথম নারী রেফারি সালমা

দেশের ফুটবলে নতুন ইতিহাস লিখলেন সালমা আক্তার। প্রথম নারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করলেন প্রিমিয়ার লিগে।

সোমবার, ১৬ আগস্ট কমলাপুর শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে আরামবাগ-উত্তর বারিধারা ম্যাচে সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করে নতুন মাইলফলক তৈরি করেছেন সালমা।  

প্রিমিয়ার লিগ ফুটবলে সালমা দেশের প্রথম নারী রেফারি। খবরটি নিশ্চিত করেছেন রেফারিজ ডেপুটি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম নেসার বলেন, ‘ছেলেদের প্রিমিয়ার লিগের ম্যাচে আজই প্রথম কোনো নারী রেফারিকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে কখনো এমনটা হয়নি।’

সহকারী রেফারি হিসেবে সালমার মাঠে নামার কারণটা ব্যাখ্যা করে ইব্রাহিম নেসার জানান, ‘সালমা এখন ফিফার সহকারী রেফারি। তার নাম আমরা এলিট রেফারি প্যানেলের জন্য পাঠিয়েছি। ফিফা আমাদের কাছে তার ম্যাচ পরিচালনার ভিডিও চেয়েছে।’

গত বছর ফিফার সহকারী রেফারি পরীক্ষায় পাস করেন সালমা। রেফারিংয়ের সঙ্গে পড়াশোনাও করছেন তিনি।

Spread the love