শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রেসক্লাবে এবিএম মূসার প্রতি স্বর্স্তরের মানুষের শ্রদ্ধা

Musaদেশবরেণ্য প্রবীণ সাংবাদিক

এবিএম মূসার মরদেহ জাতীয়

প্রেসক্লাবে নেওয়া হলে সেখানে তার প্রতি

শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল,

সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী

সংগঠন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার

দিকে জাতীয় প্রেসক্লাবে এবিএম মূসার

মরদেহ নেয়া হয়। প্রেসক্লাব মাঠে তার

দ্বিতীয় জানাজাঅনুষ্ঠিত হয়। এর পরে তার

মরদেহ গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজীর

কুতুবপুরে নেয়া হয়। ফেনীর মিজান

ময়দানে বাদ মাগরিব বাদ তৃতীয়

জানাজাশেষে পারিবারিক কবরস্থানে

দাফন করা হবে।এবিএম মূসার ছেলে

নাসিম মূসা উপস্থিত সাংবাদিকদের বলেন,

মৃত্যুর পর তাকে নিয়ে যেন কেউ ব্যবসা না

করে এ অনুরোধ তিনি করে গেছেন। মূসার

মেয়ে পারভীন সুলতানা ঝুমা জানান, তার

শেষ ইচ্ছানুযায়ী ফেনীর ফুলগাজী

উপজেলার কুতুবপুর গ্রামে তার মায়ের

কবরের পাশে শায়িত করা হয়। প্রবীণ এ

সাংবাদিক গত বুধবার ১টা ১৫ মিনিটে

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা

যান (ইন্নালিল্লাহি…রাজিউন)। এবিএম

মূসা (৮৩) অনেক দিন ধরেই শারীরিক

নানা জটিলতায় ভুগছিলেন। সর্বশেষ ২৯

মার্চ তাকে এ হাসপাতালে ভর্তি করা হয়।

গত সোমবার মধ্যরাত থেকে তিনি কৃত্রিম

শ্বাস-প্রশ্বাসব্যবস্থায় (লাইফ সাপোর্ট)

চিকিৎসাধীন ছিলেন।

 

 

 

 

Spread the love