শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রেস বিজ্ঞপ্তিঃ-পাবনা র‌্যাব কর্তৃক ৪.৮ কেজি গাঁজা উদ্ধার, ০২ আসামী পলাতক

অদ্য ১৪ অক্টোবর ২০১৫ তারিখ ২৩৪৫ ঘটিকায় র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার উপ-পরিচালক শেখ মনিরুজ্জামান, পিএএম এর নেতৃত্বে একটি আভিযানিক দল পাবনা জেলার সদর থানাধীন ভাঁরারা ইউপির চর পীরপুর সাকিনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল্লাহ প্রামাণিক (৪০) এর বসতবাড়িতে তল্লাশী করে সর্বমোট ৪.৮ (চার কেজি ৮০০ গ্রাম) গাঁজা উদ্ধার করেন। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী পলাতক আসামী ১। মোঃ আব্দুল্লাহ প্রামাণিক (৪০), পিতা- মৃত ঝরম্ন প্রামাণিক, সাং- চর পীরপুর, ২। বাবুল (৩২), পিতা- আববাস আলী, সাং- মহাদেবপুর (শেওলিয়া) উভয় থানা ও জেলা- পাবনাদ্বয় দ্রুত দৌড়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৪.৮ X ৭০০০= ৩৩,৬০০.০০/- (তেত্রিশ হাজার ছয়শত) টাকা। উলে্লখ্য পলাতক আসামীদ্বয় পেশাদার গাঁজা ব্যবসায়ী বলে স্থানীয়ভাবে জানা যায়।

পলাতক আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

 

 

মোঃ আবু নেওয়াজ সরদার,এএসআই(নিঃ) ডিউটি অফিসার র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা।

Spread the love