বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফাজিলপুর ইউনিয়কে শিশু বিবাহ মুক্ত ইউনিয়ন করার শপথ

দিনাজপুর প্রতিনিধি : গতকাল মঙ্গালবার ফাজিলপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত সুশীল সমাজ সংগঠন সমাজ উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্র ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ পার্টনারশীপ গার্ল পাওয়ার প্রকল্পের সহযোগিতায় বালিকা ও যুব নারী ফোরামের ত্রৈ-মাসিক সমন্বয় সভায় ৩নং ফাজিলপুর ইউনিয়কে শিশু বিবহ মুক্ত ইউনিয়ন করার শপথ গ্রহণ করে।

ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোবারক আলী শাহ্’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসইউপিকের নির্বাহী পরিচালক মোঃ মোজাফ্ফর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উষা সংস্থার প্রকল্প সমন্বয়কারী মোঃ আব্দুল খালেক খান, নিকাহ রেজিষ্ট্রার আবুল বাশার। স্বাগত বক্তব্য রাখেন এসইউপিকের প্রকল্প সমন্বয়কারী মিরাজ উদ্দিন তালুকদার। সভা পরিচালনা করেন টেকনিকাল অফিসার মোঃ শরিফুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মাদ্রাসার সুপার, মসজিদের ইমাম, ঘটক, আনসার ভিডিপি কমান্ড্যার, ব্যবসায়ী ও বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউপি সচিব মোঃ হাসানুজ্জামান। সভায় উপস্থিত সকলে ইউপি চেয়ারম্যান এর নেতৃত্বে হাত তুলে শপথ করেন যে, এই ইউনিয়নে আর কোনদিন একটিও শিশু বিবাহ হবে না। এর জন্য তারাই সকলকে সচেতন করবে।

Spread the love