শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে আউস প্রনোদনায় কৃষকদের মাঝে বিনা মূল্য সার ও বীজ প্রদান

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্দেগ্য আউস প্রনোদনা কর্মসুচির আওতায় মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা সভা কক্ষে আউস চাষী কৃষকদের মাঝে বিনা মূল্য উপসি ও নেরিখা জাতের আউস ধানের বীজ ও রাসয়নিক  সার প্রদান করা হয়েছে।

বিনা মূল্য আউস ধানের সার ও বীজ প্রদান অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আব্দুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হায়দার আলী শাহ। এ সময় বিতরন কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল করিমসহ উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রউফ, প্রকল্প কর্মকর্তা তাজুল ইসলাম, উপজেলা বরেন্দ্র কর্মকর্তা নর্দান ফাউন্ডেশনের প্রতিনিধি মাসুদুর রহমান. উপস্থিত ছিলেন

আউস প্রনোদনা কর্মসুচিরাওতায় উপজেলার বিভিন্ন এলাকার ২৫ জনকৃষককে উপসি আউস ও ১০ জন কৃষককে নেরিখা জাতে আউস ধানের বীজ বিভিন্ন প্রকার ৪০ কেজি রাসয়নিক সার বিনা মূল্য প্রদান করা হয়।

Spread the love