বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে জাইকা নবিদেপ প্রকল্পের শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

শেখ সাবীর আলী, ষ্টাফ রিপোর্টার, ফুলবাড়ী : দিনাজপুরে ফুলবাড়ীতে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পৌরসভা মিলনায়তনে পৌরসভার উদ্যেগে জাইকার অর্থয়ানে নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট (নবিদেপ)-এর আওতায় পৌরসভা উন্নয়ন পরিকল্পনা (পিডিপি) প্রকল্প প্রণয়নের লক্ষ্যে শহর সমন্বয় কমিটি (টিএলসিসি)-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ফুলবাড়ী পৌরসভার মেয়র মোঃ মুরতুজা সরকার মানিক এর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন নর্দান বাংলাদেশ ডেভেলপমেন্ট প্রকল্প (নবিদেপ) এর ফুলবাড়ী পৌরসভা টিম লিডার মোঃ কাওছার আহম্মেদ, পৌর সচিব মোঃ মাহবুবর রহমান, পৌর কাউন্সিলার নজরুল ইসলাম, জয়প্রকাশ গুপ্ত, মোতাহার হোসেন, ময়েজ উদ্দিন, আবুল বাসার, সহকারী প্রকৌশলী আলহাজ্ব লূৎফুল হুদা চৌধুরী প্রমুখ।

পৌরসভা উন্নয়ন পরিকল্পনা (পিডিপি) প্রকল্প প্রণয়নের লক্ষ্যে শহর সমন্বয় কমিটি (টিএলসিসি)-এর কার্যক্রমে সচেতন পৌরবাসীর সরাসরি অংশগ্রহণমূলক এ অনুষ্ঠানে সুধীজনদের বিভিন্ন মতামত গ্রহণ করা হয়। ফুলবাড়ী পৌরসভার আগামী ২০ বছরের প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের লক্ষে সভায় পৌর এলাকার বিভিন্ন পেশার সর্বস্তরের পৌরবাসীগণ উপস্থিত হয়ে তাদের মতামত প্রকাশ করেন। সভায় পৌরবাসীর মতামতের ভিত্তিতে প্রকল্প গ্রহণপূর্বক পৌর এলাকার উন্নয়নের জন্য ২০ কোটি টাকা ব্যয়ের আগামী ৫ বছরের পরিকল্পনা হাতে নেয়া হয়। যা আগামী ৫ বছরে পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে।

Spread the love