শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে তিলাই খাল পানি প্রকল্পের নির্মান কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন।

শেখ সাবীর আলী, ষ্টাফ রিপোর্টার, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের তিলাই খাল পানি প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের ক্ষুদ্রাকার পানি উন্নয়ন প্রকল্পের আওতায় ২ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে তিলাই খাল উপ-প্রকল্পের এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়েছে।

তিলাই খাল পানি প্রকল্প ভিত্তিপ্রস্তর উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায়, শিবনগর ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান খান প্রমুখ।

তিলাই খাল পানি উন্নয়ন প্রকল্পটি নির্মাণ করা হলে শিবনগর ইউনিয়নের ১০ কিলোমিটার এলাকা জুড়ে তিলাই খালের পানি ব্যবহার করে ঐ এলাকার কৃষকেরা শুস্ক মৌসুমে তিলাই খাল প্রকল্পের পানি ব্যবহার করে তাদের কৃষি উৎপাদন করতে পারবে।

 

Spread the love