শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে বিদ্যুতের ভয়াবহ লোড শেডিং

শেখ সাবীর আলী ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে পিডিবির ৫ এমভিএ পাওয়ার ট্রন্সফরমার গত ৪ দিন থেকে বিকল হ েপড়ায় ভয়াবহ লোডশেডিং শুরু হয়েছে ফুলবাড়ীসহ ৪ উপজেলায়, বিপাকে পড়েছে চলমান এইচএসসি পরিক্ষার্থীরা৷

পরিক্ষার্থীদের অবিভাবকেরা জানান প্রতিদিন সন্ধ্যা ৭ টা থেকে গভির রাত পযর্ন্ত লোড শেডিং থাকায় তাদের ছেলেমেয়েরা স্বাভাবিক লেখা পড়া করতে পারছে না, এতে করে তাদের চলমান পরীক্ষার কাংখিত ফলাফল অর্জনে বাধা পড়পর সম্ভাবনা দেখা দিয়েছে৷

ফুলবাড়ী পিডিপি বিদ্যুত্ সরবরাহ কেন্দ্রের উপসহকারী প্রকৌশলী নুরুন্নবী সরকার বলেন, গত ৪ মার্চ শনিবার সন্ধ্যা ৭ টা থেকে সাড়ে ৭টার সময় জাতীয় গ্রীড ফেল হওয়ার কারণে ফুলবাড়ী সাব স্টেশনে ২টি ৫এমভিএ পাওয়ার ট্রন্সফরমারের ১ টি বিকল হয়ে পড়ে, যার ফলে ঐদিন রাত থেকে ১টি মাত্র ট্রন্সফরমার দিয়ে ২ ঘন্টা পর পর লোড শেডিং দিয়ে বিদ্যুত্ সরবরাহ করা হচ্ছে৷ বর্তমানে একটি ২.৫ এমভিএ পাওয়ার ট্রন্সফরমার প্রতিস্থাপনের কাজ চলছে, /৪ দিনের মধ্যে তা স্বাভাবিক অবস্থা ফিরে আসবে৷

এদিকে ফুলবাড়ী পৌরশহরের বিদ্যুত্ গ্রাহকেরা অভিযোগ করে বলেন, সারা দিনে ৪ থেকে ৫ ঘন্টার বেশি বিদ্যুত্ পাওয়া যাচ্ছে না, এছাড়া সন্ধ্যা থেকে গভির রাত পর্যন্ত একটানা বিদ্যুতের লোড শেডিং থাকায় লেখা পড়া করতে পারছে না এইসএসসি পরিক্ষার্থীরা, তারা এখন বাধ্য হয়ে হারিকেন ও মমবাতী দিয়ে লেখা পড়া করতে গিযে স্বভাবিক লেখা পড়া করতে পারছে না৷

অপরদিকে পৌরশহরে বিদ্যুত না থাকায় অফিস আদালতের জন্য কম্পীউটারের কাজও হচ্ছে না, ফলে অফিস আদালতে কাজে আসা সাধারণ মানুষেরাও ব্যাপক হয়রানীর শিকার হচ্ছেন৷

Spread the love