শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালন

দিনাজপুর প্রতিনিধি: তারুন্যের বিনিয়গ আগামীর উন্নায়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শুক্রবার দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্দেগ্যে বিশ্ব জনসংখ্যা দিবস র‌্যালী ও আলোচনা সভার কর্মসুচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্স চত্তর থেকে, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি পৌর শহর প্রদক্ষিন করে ,পুনরায় স্বাস্থ্য কম্পেলেক্স চত্তরোএসে শেষ হয়, র‌্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্স সভা কক্ষে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা পরিষোদ চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি এর সভাপতিত্বে  বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মনিরম্নজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মস্জুরম্নল কাদির বাবু, পুষ্টিবীদ ডাঃ আজিজুল হক,সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জাকির হোসেন, ফুলবাড়ী প্রেস ক্লাবের সভাপতি অমর চাঁদ গুপ্ত অপু, সাংবাদিক রজব আলী পরিবার পরিকল্পনা পরিদর্শক  মোসাদ্দেক হোসেন কাজল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইসমাইল হোসেন। আরৈাচনা সভাশেষে শ্রেষ্ঠ কাজের জন্য চারজন কে পুরম্নস্কৃত করা হয়। তারা হলেন শিব নগর ইউনিয়ন পরিষোদ,চেয়ারম্যান হারম্ননুর রশিদ, সহকারী মাঠ কর্মি সুফিয়া বেগম, সহকারী মাঠ কর্মি আরজিনা বেগম হাসান মসত্মাজ।

Spread the love