শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ১৬১তম সাওতাল বিদ্রোহ দিবস পালিত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে পল্লীশ্রী সংস্থার উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে  ১৬১তম সাওতাল বিদ্রোহ দিবস পালন করা হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (৩০জুন) দিবসটি পালনের জন্য উপজেলার কাজিহাল ইউনিয়নের রামেশ্বরপুর পলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে স্থানীয় আদিবাসী নারী ও পুরুষরা র্যাালী বের করেন। র্যাালী শেষে সাওতাল বিদ্রোহের আত্মদানকারী নেতা সিঁদু-কানুল স্মরণে নির্মিত অস্থায়ী শহীদ নিমারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

 

এ উপলক্ষে আদিবাসীদের মধ্যে শিশুদের চিত্রাঙ্কন, নারীদের চেয়ার চক্কর, পুরুষদের তীর নিক্ষেপ, পাড়ার ভাঙ্গা, ধীর গতিতে সাইকেল চালানো প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 

পরে পল্লী শ্রী সংস্থার সুপারভাইজার কৃষ্ণা রবিদাসের সভাপতিত্বে আয়োজিত বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন ও বিশেষ অতিথি হিসেবে ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু।

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পল্লী শ্রী সংস্থার সমন্বয়কারী মাইনুল হক বাপ্পি, নিতাই চন্দ্র রায়, জুয়েল রানা, রুবেল হাসান, রমশন আরা, শাহনাজ পারভীন, রাধা রাণী সরকার, জান্নাতুল ফেরদৌস মুক্তা, আমিন বেসরা, শিক্ষিকা ডমেনিক সরেন, শিক্ষার্থী সুপ্তা হাঁসদা, সাংবাদিক প্লাবন গুপ্ত  শুভ প্রমূখ।

 

বিজয়ীরা হলেন, পাড়ার ভাঙ্গায় মজিদ হেমব্রম, ইলিয়াস মার্ডি, বাবলু বেসরা, নারীদের চেয়ার চক্করে ডমিনিক সরেন, ফুলমতি কুস্কু, সুপ্তি হাঁসদা, তীর নিক্ষেপে ফিলিমন হাঁসদা, কমল হেমব্রম, আমিন বেসরা, শিশুদের চিত্রাঙ্কনে আঁখি মার্ডি, বিশ্বজিৎ বেসরা ও ইলিনা হেমব্রম। শেষে আদিবাসী নারী-পুরুষ সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Spread the love