শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুলবাড়ী শহর সমন্বয় কমিটি (TLCC) এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা মিলনায়তনের সভা কক্ষে পৌর মেয়র মোঃ মুরতুজা সরকার মানিক এর সভাপত্বিতে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পৌরসভার আয়োজনের নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেষ্ট (নবিদেব) ও ফুলবাড়ী শহর সমন্বয় কমিটি (TLCC) এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শহর উন্নয়ন কল্পের বক্তব রাখেন, ফুলবাড়ী পৌরসভার সচিব মোঃ মাহাবুবুর রহমান, উপ-সহাকারী প্রকৌশলী মোঃ লুৎফুল হুদা চৌধুরী (লিমন)। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর মোঃ দুলাল আকন্দ, জয়প্রকাশ নারায়ন, মোতাহার হোসেন, ময়েজ উদ্দিন সরকার, মোঃ নজরম্নল ইসলাম, মেহেদুর সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন, কাউন্সিলর মোঃ আবুল বাসার, জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুল আজিজ বাবু, সেকেন্দার আলী, মহিলা কাউন্সিলর মোছাঃ বাবলী আরা, শ্রীমতি ঊর্মিলা গুপ্তা, তঞ্জুয়ারা বেগম, আনিছুর রহমান, আতাউর রহমান, ফুলবাড়ী স্বকল্প সোসাইটির পরিচালক এমএ কাইয়ুম, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন, ডাঃ মোকলেছুর রহমান, চাঁদপাড়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শ্রী সুরজিত, এনজিও সমাজসেবক কর্মী মোছাঃ আলেমা বেগম প্রমুখ। পরিশেষে পৌর মেয়র মুরতুজা সরকার মানিক বলেন, গত ২০১১ সালের ১৩ ফেব্রুয়ারি পৌরসভার দায়িত্বভার পাওয়ার পর আমি পৌরসভার উন্নয়নে শহরের সকল সমাজের লোকজনকে নিয়ে পৌরসভার উন্নয়ন কাজ করতে চাই। ইতিমধ্যে জাপানের জাইকা’র প্রজেক্ট ফুলবাড়ীতে এসেছে। উত্তরাঞ্চলের মধ্যে ফুলবাড়ী এবং নীলফামারির জলঢাকায় এই দু’টি প্রজেক্টের কাজ চলবে। ফুলবাড়ীর গুরম্নত্বপূর্ণ যে সব এলাকায় রাসত্মা ড্রেন কালভার্ট করা হয়নি সেগুলির কাজ করতে চাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন বেশ কয়েকটি রাস্তার কাজ শুরম্ন হয়েছে। আগামী বছরের মধ্যে ফুলবাড়ী শহরের গুরম্নত্বপূর্ণ এলাকায় পরিকল্পনা অনুযায়ী ড্রেন ও রাসত্মা নির্মাণ কাজ শুরম্ন করা হবে। তবে আপনারা পৌর কর পরিশোধ না করলে পৌরসভার উন্নয়ন করা সম্ভব নয়। ইতিপূর্বে অনেক পৌর মেয়র দায়িত্বপালন করেছেন তারা কি করেছেন আমি তা উলে­খ করতে চাই না। আমি আপনাদের মাঝে থেকে আপনাদের সমন্বয়ে জাইকা প্রজেক্টের কাজ করতে চাই। আপনাদের সহযোগিতা পেলে আমি ফুলবাড়ী পৌরসভাকে একটি সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে চাই।

Spread the love