শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফেরত আসেনি বিএসএফের আটককৃত ২ বাংলাদেশি

Pirবৃহস্পতিবার দুপুর ১২টায় ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মলানী-ধর্মগড় সীঁমান্তের ৩৭২/৭এস নং পিলার এলাকায় বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও ধৃত জুয়েল (১৪) ও জাহিরুল (২৫) নামে দুই বাংলাদেশি নাগরিককে ফেরত দেয়নি বিএসএফ। পতাকা বৈঠকে ভারতীয় বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১২১ ব্যাটালিয়নের ইন্সপেক্টর এল কে মিসরা এবং বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৩০ বিজিবির মলানী কোম্পানী কমান্ডার আফজাল আলী।
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানাযায়, গতকাল বুধবার রাত ১১টায় ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মারাধার গ্রামের রাইসউদ্দিনের ছেলে জুয়েল (১৪) ও পাশ্ববর্তী রাণীশংকৈল উপজেলার ভদ্রেশরি গ্রামের আহম্মদ আলীর ছেলে জাহিরুল (২৫) ভারতের দিল্লি থেকে শ্রমিকের কাজ শেষে হরিপুর উপজেলার মলানী-ধর্মগড় সীঁমান্তের ৩৭২/৭এস নং পিলার এলাকা দিয়ে দেশে ফেরার পথে ভারতীয় ১২১ ব্যাটালিয়নের শ্রীপুর ক্যা¤েপর বিএসএফ সদস্যরা তাদের কাঁটা তাঁরের নিকট থেকে আটক করে নিয়ে যায়। ৩০ বিজিবির মলানী কোম্পানী কমান্ডার আফজাল আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Spread the love