শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর মতো জনগণও বঙ্গমাতাকে হৃদয়ে ধারণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পরিবারের সদস্যদের মতো দলীয় নেতাকর্মীদেরও স্নেহ করতেন। পরিবারের খরচ বাঁচিয়ে নেতাকর্মীদের আন্দোলন চালিয়ে যেতে টাকা দিতেন। বঙ্গবন্ধুর মতো তিনিও মানুষের জন্য ভাবতেন। দেশের সর্বস্তরের জনগণ বঙ্গমাতাকে বঙ্গবন্ধুর মতো হৃদয়ে ধারণ করে।

সোমবার সচিবালয়ে সুরক্ষাসেবা বিভাগের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মহীয়সী নারী বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব ৬ দফা আন্দোলন, ৭ মার্চের ভাষণসহ সব আন্দোলনে নেপথ্যে থেকে বঙ্গবন্ধুকে প্রেরণা দিতেন। বঙ্গবন্ধু কারাগারে থাকা অবস্থায় তার নির্দেশনা নেতাকর্মীদের কাছে পৌঁছে দিতেন। নেতাকর্মীদের তিনি পরিবারের মতোই ভালোবাসতেন।

সভায় সুরক্ষাসেবা বিভাগের সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেনসহ বিভিন্ন দফতর-সংস্থার প্রধান এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Spread the love