বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বর্তমান সরকারের সময়ে মৎস্য সেক্টরের অগ্রগতি বিষয়ে প্রামান্যচিত্র অনুষ্ঠান

Dinaj-Fishদিনাজপুর প্রতিনিধি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডাঃ মোঃ ফজলুল হক বলেছেন, বর্তমান সরকার গত ৫ বছরে মৎস্য খাতে ব্যাপক উন্নয়ন কর্মসূচী বাস্তবায়ন করেছে। মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে বাস্তবধর্মী ও সময়োপযোগী উদ্যোগ বর্তমান সরকার গ্রহণ করেছে। এর ফলে ২০১২-১৩ অর্থ বছর ও ২০১৩-১৪ অর্থ বছরের এপ্রিল পর্যন্ত এ খাত থেকে প্রায় ৮ হাজার ৪২০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হয়েছে। বর্তমান সরকার  আন্তর্জাতিক আদালতে আইনী লড়াইয়ে বিজয়ী হয়ে গভীর সমুদ্রে ১লক্ষ ১১ হাজার ৬৩১ বর্গকিলোমিটার এলাকায় বিপুল জলসম্পদের মালিকানা অর্জন করেছে বাংলাদেশ। এ অর্জনের ফলে মৎস্য আহরণ ও জীবিকা নির্বাহের ক্ষেত্র আরো প্রশস্ত হয়েছে।

৪ জুলাই শুক্রবার সকাল ১০টায় জেলা মৎস্য দপ্তরের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৪ উদযাপন উপলক্ষে অন্ন বস্ত্র বাসস্থান, মাছ চাষে সমাধান-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুর জেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত বর্তমান সরকারের সময়ে মৎস্য সেক্টরে অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামান্য চিত্র প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডাঃ মোঃ ফজলুল হক একথা বলেন।

জেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাসান ফেরদৌস সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ দিনাজপুর জেলা মৎস্য অধিদপ্তরের মৎস্য জরিপ কর্মকর্তা মোঃ ফয়জার রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চিরিরবন্দর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সমর কুমার চক্রবর্তী, কাহারোল উজেলার হ্যাচারী মালিক মোঃ আব্দুল হাই, মৎস্য চাষী মোঃ ওয়াজেদ আলী প্রমুখ। অনূষ্ঠান পরিচালনা করেন পীরগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা কালীপদ রায়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাসান ফেরদৌস সরকার বলেন, মৎস্য আমাদের জাতীয় সম্পদ। জাতীয় জিডিপিতে এ সম্পদের অবদান ৪.৩৭ শতাংশ এবং কৃষিজ জিডিপিতে প্রায় এক তৃতীয়াংশ (২৩.৩৭ শতাংশ)। দ্রুত বর্ধনশীল জনগোষ্টীর প্রাণীজ আমিষের প্রায় ৬০ ভাগ যোগান দিচ্ছে মৎস্য। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ১১ শতাংশের অধিক মানুষের জীবন-জীবিকা যোগায় মৎস্য সম্পদ। দেশের রপ্তানী আয়ে মৎস্যখাতের অবদান উলে­খযোগ্য। অভ্যন্তরিন ও সামদ্রিক উভয় ধরনের মৎস্য সম্পদের এমন বিশাল ভান্ডার সারা বিশ্বে বিরল।

 

Spread the love