শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বর্তমান সরকার ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করে যাচ্ছে ——- এমপি খালিদ

দিনাজপুর প্রতিনিধি: বর্তমান সরকার ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। বিশ্বমানের খেলার আসর বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। ক্রীড়া চর্চা মানুষের শরীর ও মনোবল দু’টিই মজবুত রাখতে সহায়ক ভূমিকা পালন করে। বর্তমান সরকারের আমলে এই বিরল উপজেলার সকল ক্রীড়া সংগঠনকে শক্তিশালী করার লক্ষে ইতিমধ্যে সার্বিক সহায়তা প্রদান করা হয়েছে। যার ফলশ্রুতিতে আজ এখানে বিভিন্ন ধরণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বর্তমান সরকারের সঠিক সময়ে সঠিক পদক্ষেপের কারণে আজ ক্রীড়াঙ্গন উজ্বলতা পেয়েছে।

গত শনিবার সন্ধ্যায় বিরল পৌর ব্যাডমিন্টন টুর্নামেন্টের চুড়ান্ত খেলা উপলক্ষে পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম এর সভাপতিতে ববিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হামিদুল হক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক সুব্রত মজুমদার ডলার প্রমূখ। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট এর সদস্য সচিব শফিকুল আজাদ মনি’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মানবেন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক এম.এ.কুদ্দুস, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইসহাক আলী সরকার, সাধারণ সম্পাদক এ.কে.এম. মোস্তাফিজুর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন মানিক, যুবলীগ সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মোছাদ্দেক হোসেন প্রমূখ। চুড়ান্ত খেলায় দ্বৈত জুটিতে অংশগ্রহণ করবে পৌর শহরের বিরল বাজার এলাকার আলতাফ হোসেন ও আতাউর রহমান প্রতিদ্বন্দী ফরক্কাবাদ ইউপি’র তেঘরা নারায়ণপুর গ্রামের সাইদুর রহমান ও শামীম সরকার মীমকে এবং একক সেটে আলতাফ হোসেন প্রতিদ্বন্দী আবু সুফিয়ান আজাদ বাবুকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে অতিথিবৃন্দ টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে সনদ ও পুরষ্কার বিতরণ করেন। এছাড়াও দ্বৈত খেলায় গত ২০০৮ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কৃষক এর খেতাবে ভূষিত ও স্বর্ণপদকপ্রাপ্ত কৃষক মতিউর রহমান এর পক্ষে বিজয়ী দলকে ২ বস্তা ডায়মন্ড আলু ও পরাজিত দলকে ১ বস্তা ডায়মন্ড আলুসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষে সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়।

Spread the love