শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাঁচার আকুতি রাণীশংকৈলের অপহৃতা স্কুল ছাত্রী মিরা রাণীর

3627জিয়াউর রহমান, রাণীশংকৈল (ঠাকুরগাঁও):

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল করনাইট আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী মিরা রাণী (১৪) ১৬ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহৃত হয়। অপহৃতা মিরা মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ভারতীয় মোবাইল ফোন থেকে তার বাবাকে জানায় ‘‘ আমাকে উদ্ধার করে নিয়ে যাও বাবা, আমি খুব বিপদে আছি’’। ভারতীয় মোবাইল নম্বর ৯১৭৩৫৭৬৬৭১৭২। জানা যায়, উপজেলার করনাইট কুমোরগঞ্জ গ্রামের আবুল কাশেমের স্কুল পড়ুয়া ৭ম শ্রেণীর ছাত্রী মিরা রাণী গত ১৬ জুন স্কুলে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে কাশিপুর চিকনমাটি গ্রামের নজরুলের ছেলে আলি আকবর তাকে ফুসলিয়ে ভারতে নিয়ে যায়।  এব্যাপারে মেয়ের বাবা রাণীশংকৈল থানায় গত ২২ জুন একটি ডায়েরী করা হয়। ডায়েরী নাম্বার ৬৯১। জানা যায়, আলী আকবর দীর্ঘ দিন থেকে ভারতের পানিপথে থাকে। কাজের ছুটিতে বাবা মার সাথে দেখা করতে আসে, সে কৌশলে অপহরনের ঘটনা ঘটায়। অপহৃত মিরা কষ্টে থাকায় তার বাবার কাছে মোবাইল ফোনে তার আকুতির কথা জানায়। অপহৃত মেয়েকে উদ্ধারের জন্য সকলের সহযোগিতা চাইলেন মেয়ের বাবা আবুল কাশেম।

Spread the love