শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির দিনাজপুর জেলা সম্মেলন

bopদিনাজপুর প্রতিনিধি : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর অন্যতম সদস্য জননেতা মাহমুদুল হাসান মানিক বলেছেন সাম্রাজ্যবাদ ও মৌলবাদী ষড়যন্ত্র রুখে অসাম্প্রাদায়িক গণতান্ত্রিক অভিযাত্রা  অব্যাহত রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। জীবন-জীবিকার সাথে সম্পর্কিত থেকে গণভিত্তিক পার্টি গড়তে হবে। আসুন বাম বিকল্প শক্তির ভিত গড়ে তুলি এবং শ্রেণী সংগ্রামের লড়াইকে বেগবান করি।

‘‘দুনিয়ার মজদুর এক হও’’ এই শ্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার স্থানীয় নাট্য সমিতি হলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা শাখা আয়োজিত জেলা সম্মেলন-২০১৪’র উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জেলা পার্টির সাধারণ সম্পাদক রবিউল আউয়াল খেকার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার অন্যতম সদস্য আব্দুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও সা&&বক মেয়র সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, মোঃ হবিবর রহমান, আদিবাসি নেতা রবিন্দ্র সরেন, জাতীয় শ্রমিক ফেডারেশনের বিমল কুমার আগারওয়াল, জাতীয় কৃষক সমিতির আব্দুল মোতালেব ও ছাত্র মৈত্রীর রবিউল ইসলাম। আলোচনার সভার পুর্বে লাল পতাকার এক বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং স্থানীয় শিল্পীরা গণ সংগীত পরিবেশন করেন।  সভা পরিচালণা করেন মোঃ রফিকুল ইসলাম।

Spread the love