বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশের নষ্ট রাজনীতির শিকার কাদের সিদ্দিকী

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন,‘কাদের সিদ্দিকী আমার প্রিয় মানুষ। যাকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্ভব নয়। তার এ মানুষটির নীরব প্রতিবাদকে আমি সব সময় সমর্থন দিয়ে আসছি। কে ক্ষমতায় সেটা দেখার বিষয় নয়, আমার দল সব সময় কাদের সিদ্দিকীর পাশে থাকবে।’
শনিবার রাজধানীর মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকীর চলমান অবস্থান কর্মসূচির ৬০তম দিনে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রব বলেন, ‘দুই নেত্রীর কেউই কাদের সিদ্দিকীর ৬০ দিনের অবস্থানের মূল্যায়ন করেনি। এ সরকার অবৈধ। বর্তমান সরকার গায়ের জোরে টিকে আছে।  ‘এমন রাষ্ট্র হবে জানলে আমি, কাদের সিদ্দিকী, আমরা যুদ্ধ করতাম না। হিটলার ৬২ লাখ মানুষ হত্যা করেও মানুষের কণ্ঠ বন্ধ করতে পারেনি। বর্তমান প্রধানমন্ত্রী হিটলারের চেয়ে বড় স্বৈরাচার না, সেও আমাদের কণ্ঠরোধ করতে পারবে না।’

প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘বাংলাদেশের নষ্ট রাজনীতির শিকার কাদের সিদ্দিকী। তিনি শুভবুদ্ধির মানুষ। ৭১’এ তিনি মুক্তিযুদ্ধ করে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। এবার অহিংস আন্দোলনের মাধ্যমে আরেকটি দৃষ্টান্ত স্থাপন করলেন।’ ‘ব্যবসায়ী নেতারা শুধু বিরোধীদলকে দোষারোপ করেন, তাদের উচিৎ ছিল কাদের সিদ্দিকীর পাশে বসা। কাদের সিদ্দিকীর সঙ্গে সংহতি প্রকাশ করা প্রত্যেক শুভবুদ্ধির মানুষের নৈতিক দায়িত্ব।’

কবি আল মুজাহিদী বলেন, ‘মার্টিন লুথার কিং যেমন বলেছিলেন, আমার একটি স্বপ্ন আছে। কাদের সিদ্দিকীও মানুষকে ভালোবেসে, এ স্বপ্ন নিয়ে এখানে বসেছেন। ইতিহাসে তার এ অবস্থান কর্মসূচি দৃষ্টান্ত হয়ে থাকবে।’

ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর সভাপতি এ টি এম হেমায়েত উদ্দিন বলেন, ‘কাদের সিদ্দিকী রাস্তায় বসে অহিংস আন্দোলনের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, এ দৃষ্টান্ত আর কেউ সৃষ্টি করতে পারবে না।’

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়সার, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলু, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ, যুব আন্দোলনের আহ্বায়ক হাবিবুন্নবী সোহেল, ছাত্র আন্দোলনের আহ্বায়ক রিফাতুল ইসলাম দ্বীপ প্রমুখ।

Spread the love