শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর ভারতের আস্থা একশত ভাগ-এমপি গোপাল

ফজিবর রহমান বাবু : ভারতের পরাষ্ট্রমন্ত্রী সুষমা সরাজ স্পষ্টভাবে বলেছেন যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর তাদের আস্থা একশত ভাগ এবং তিনিই পারেন যে কোন অপশক্তিকে বিনষ্ট করতে। আর বিভিন্ন অপতৎপরতা নিষিদ্ধ করতে  এবং ভারতের এই আস্থার কথা তারা পুনরায় ব্যক্ত করেছেন।

২২ জুন বুধবার দুপুরে জাতীয় সংসদে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল তার নির্ধারিত ১২ মিনিটের বক্তব্যে এসব কথা বলেছেন।

এমপি গোপাল তার বক্তব্যে আরো বলেন, সম্প্রতি একটি রাজনৈতিক দলের সমাবেশে সেই দলের মহাসচিব ভারতের প্রধানমন্ত্রী ও ভারতের কাছে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশে এই সরকারকে তারা যেন আর সমর্থন না করে। তবে কি এটাই প্রমানিত হয় না, যে আজকে আমাদের বন্ধুপ্রতিন দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক বিনষ্ট করবার জন্য দেশের অভ্যন্তরে আজকে অব্যাহতভাবে সংখ্যালঘুদের উপর আক্রমন, বিভিন্ন নিরিহ মানুষদের উপর আক্রমন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলির উপর আক্রমন করে তারা এই সম্পর্ক বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। যদিও তারা যথার্থ জবাব পেয়েছেন।

মনোরঞ্জন শীল গোপাল বলেন, আজকের আদিবাসীদের চাকরীতে যেমন কোটা আছে দলিত শ্রেনীদের দলিত জনগোষ্ঠীর তাদের এগিয়ে আনবার জন্য সরকারী চাকরীতে তাদেরও অন্ততপক্ষে ৫% কোটা নিশ্চিত করা দরকার। আজকে দেশের হাজার হাজার মঠমন্দির আশ্রমের জন্য হিন্দু কল্যান ট্রাস্টের মাধ্যমে মন্দিরগুলোর দেখাশোনা করার দায়িত্ব দেয়া হয়েছে। যার জনসংখ্যা মাত্র দশ জন। এই দাশ জনে সারা দেশের মন্দির রক্ষনাবেক্ষন করা সম্ভব না। আমার নির্বাচনী এলাকায় একটি ব্রীজ কাহারোল উপজেলার পূর্নভবা নদীর উপর একমাত্র সংযোগ সেতু। তাই কাহারোল উপজেলার লোকের দাবী এই নদীর উপর অবিলম্বে ব্রীজটি নির্মান করা হক। কাহারোল উপজেলার কোন স্কুল কলেজ সরকারীকরন করা হয়নি। অন্তত অনতিবিলম্বে কাহারোলের একটি স্কুল ও একটি কলেজকে সরকারী করা হক। বীরগঞ্জ ডিগ্রী কলেজ উত্তরবঙ্গের আজকের উত্তরবঙ্গের সকল এলাকার মধ্যে অন্যতম কলেজ। এই কলেজটিকে সরকারীকরন করা হক।

তিনি আরো বলেন, আজকে দেশে যুদ্ধাপরাধীদের বিচার, বিচারের রায় কার্যকর ও ৫ জানুয়ারী নির্বাচন এবং নির্বাচন পরবর্তী বিভিন্ন অজুহাতে ধর্মীয় সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানদের হত্যা, নির্যাতন, লুটপাট, ভুমিদখল মন্দির, প্যাডাগন, র্গিজা ভাঙচুর করে এবং এই অপশক্তি আজ মসজিদেও হামলা করছে। যা এখনও অব্যাহত। এরা কারা, যারা এই দেশের আইনশৃঙ্খলা নষ্টের জন্য হাজার হাজার অস্ত্রেও চালান আনেন যারা বহি বিশ্বে বাংলাদেশের ভাবমুর্তি বিনষ্ঠের অপচেষ্ঠা লিপ্ত হয়েছেন।

এমপি গোপাল তার বক্তব্যের শুরুতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানকে। শ্রদ্ধা জানান ১৫ আগষ্টটের পরিবারদের প্রতি। শ্রদ্ধা জানান স্বাধীনতা ও গনতান্ত্রীক আন্দলনের সকল শহিদদের। কৃতজ্ঞতা জানান সোনার বাংলা বাস্তবায়নের কারিগর জননেত্রী শেখ হাসিনাকে। যার কৃপা অনুগ্রহে বীরগঞ্জ কাহারোল উপজেলার মানুষদের সেবা করবার সুযোগ পেয়েছি তিনি।

এমপি গোপাল বলেন, অভিনন্দন জানাই অর্থমন্ত্রীকে যিনি দশমবার মহান জাতীয় সংসদে এই বাজেট উপস্থাপন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই বাজেট একটি সমৃদ্ধশালী  সয়ংপূর্ণ সোনার বাংলা নির্মানে একটি অপরিহার্য প্রস্তাবিত বাজেট। জঙ্গিবাদ দেশ ও আন্তর্জাতিক চক্রান্ত সন্ত্রাসবাদ আগুন বোমা নৈরাজ্য মোকাবেলা করে দেশ আজ পবৃদ্ধির সাড়ে ছয় এর উপরে ধরে রাখতে সক্ষম হয়েছে। প্রস্তাবিত বাজেটে এই অব্যাহত ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে প্রবৃদ্ধির হার সাড়ে সাত অতিক্রম করবে বলে আমি দৃঢ় হারে বিশ্বাস করি। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই অর্থমন্ত্রীকে যিনি প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্য মন্ত্রনালয়ে গত সংসদের বাজেটের চেয়ে ১৮ শতাংশের বেশি বরাদ্দ দিয়ে আগামীতে দরিদ্র মানুষকে স্বাস্থ্য কার্ডের মাধ্যমে বিনামূল্যে উন্নত স্বাস্থ্য সেবার উদ্যেগ গ্রহনের জন্য। এই বাজেটে প্রতিবন্ধী মানুষের কল্যানে বিশেষ দৃষ্টি প্রদান করা হয়েছে,বিভিন্ন পরিবারের সরকারি স্থাপনায় গন শৌচাগার বিশেষ সুযোগ সৃষ্টি করা হয়েছে,ভাতা মজুদের সংখ্যা ২৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে এবং এই ভাতা ১০০ টাকা হতে ৫০০ টাকা প্রদানের প্রস্তাব করা হয়েছে। এই লক্ষ্যে ১০০ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব নিঃসন্দেহে প্রশংসনীয়। পাশাপাশি বয়স্ক ভাতা যার সংখ্যা ৫ শতাংশ বৃদ্ধি করে ১০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা বিধবা স্বামী নিগৃহীতা মহিলাদের ভাতা বাড়িয়ে ১১ লাখ ৫০ হাজারে উন্নিত করে তাদেরও ১০০ এর পরিবর্তে ৫০০ টাকা করা হয়েছে। আমি মনে করি এই সরকার জনগনদের বাস্তবায়নে সাক্ষ্য রেখেছেন। প্রধানমন্ত্রীর মস্তিষ্কে একটি বাড়ি একটি খামার প্রকল্পে বিভিন্ন কর্মসুচি দেয়ায় সাধারন মানুষ হত দরিদ্র মানুষদের সাবলম্বী করে গড়ে তুলতে সহযোগীতা করছে। সকল ক্ষেত্রে বিবেচনা নিলেও অর্থমন্ত্রী তৃনমূলের স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদকে উপেক্ষা করেছেন। এখনও গ্রাম পুলিশরে বেতন ৩০০০ টাকা। পরিষদ সদস্যরা পান ৯০০ টাকা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ১৫০০ টাকা। যা নিত্বান্তই অপ্রতুল। বিশেষ করে গ্রাম পুলিশদের বেতন অমানবিক। আমি দাবি করব্ এই বিষয়টি বিবেচনায় নেয়া হক। এই বাজেটে মেডিকেশন চর্চার উপরে ভ্যাট আরোপ করা হয়েছে। মেডিকেশন কোন ভোগ্য পন্য নয়। এটি আন্তর্জাতিক ভাবে স্বীকৃত।

এমপি গোপাল আরো বলেন, কৃষি ঋণ বিতরনে ৮৬ শতাংশ লক্ষ পুরন উন্নত বীজ সুলভে সার প্রাপ্তী ভূতুর্কী দেয়। ভূর্তুকীতে কৃষি উপকরন দেওয়া সরকারের যুগান্তকারি পদক্ষেপ এরপর ও কৃষক তার ন্যায় মূল্য না পাওয়ার কারণে ১ মন ধান উৎপাদনে কৃষকের খরচ হয় ৪শ থেকে ৬শ টাকা আর সেই ধান বিক্রি করতে হয় ৫শ থেকে ৬শ টাকায়। মন প্রতি এদের সমন্বয় উৎপাদন ও বিক্রি হওয়া দরকার। ধান আমাদের প্রধান খাদ্য শস্য। এটি উৎপাদনে কৃষক হতাশ হলে আমাদের খাদ্যের নিরাপত্তা বিষয়টি অনিশ্চিত হয়ে পড়বে। গত বছরের একিৃষি বাজেটের আকার আনুপাতিক হাওে সবচেয়ে কম বরাদ্দ পেয়েও গত অর্থবছরে কৃষি খাতে বরাদ্দ ছিল ৪.২১ শতাংশ। অথচ আগামী অর্থবছরের জন্য এই বরাদ্দে ৪.০১ করা হয়েছে। অর্থমন্ত্রীকে আমি এই বাজেট বিবেচনার জন্য আনুরোধ করব যে আগামী অর্থবছরে যেন কৃষি খাতে বেশী বরাদ্দ দেওয়া হয়। আমাদের ছেলেরা আন্দোলন করছে চাকুরীর বয়স সীমা ৩৫ বছর করার জন্য আমি মনে করি এটি সংগত এবং পৃথীবির বিভিন্ন দেশে নুন্যতম বয়স সীমা ৩৫ বছর নিধারন করা হয়েছে। আজরের এমপিও ভুক্ত দাবি সকল মাননীয় সংসদ সদস্যেদের নির্বাচনী এলাকায় নন এমপিও ভুক্ত প্রতিষ্ঠান গুলো এমপিও ভুক্ত করা আবশ্যক। যারা আজকে ২০ বছর যাবত বিনা প্ররিশ্রম দিয়ে আসছে তাদের প্রতিষ্ঠান গুলো বিবেচনায় আনা উচিৎ।

Spread the love