শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশের বাজারে এলো থ্রিডি প্রিন্টার

টেক: কাল্পনিক সত্যকে অনেকটা বাস্তবে রুপ দিতেই থ্রিডি প্রিন্টারের উদ্ভাবন। আর বাংলাদেশে ওয়ানহাও ব্র্যান্ডের থ্রিডি প্রিন্টার নিয়ে আসলো দেশের খ্যাতনামা তথ্যপ্রযুক্তি পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড। ডি৫এস মিনি মডেলের প্রিন্টারটি যেকোন ত্রিমাত্রিক (থ্রিডি) মডেলকে অত্যন্ত নিখুঁতভাবে প্রিন্ট করতে সক্ষম।

প্রিন্টারটি বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল মডেল, প্রটোটাইপ মডেল, আর্কিটেকচারাল মডেল কিংবা সৌখিন যেকোন মডেল প্রিন্টের জন্য একটি আবশ্যক ও আদর্শ ডিভাইস। অটোক্যাড, থিডি এস ম্যাক্স কিংবা মায়া ইত্যাদি জনপ্রিয় ও বহুল প্রচলিত সফটওয়্যারে ডিজাইনকৃত মডেল দিয়েই মূলতঃ থ্রিডি প্রিন্ট করা হয়। দামঃ ১,৫০,০০০.০০ টাকা।

Spread the love