শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি দিনাজপুর জেলা কমিটির ৯ম জেলা সম্মেলন অনুষ্ঠিত

জিন্নাত হোসেন ॥ বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি দিনাজপুর জেলা কমিটি’র ৯ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে অবিলম্বে ক্ষেত মজুরসহ গরিব মানুষের জন্য পল্লী রেশন চালু করে প্রতি কেজী চাল-আটা ৫ টাকা, তেল-ডাল ৩০ টাকা, চিনি-কেরোশিন-লবন ১৫ টাকা দরে সরবরাহের দাবীসহ ৯দফা দাবী জানানো হয়।

২৭ অক্টোবর মঙ্গলবার দিনাজপুর সঙ্গীত কলেজে বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি দিনাজপুর জেলা কমিটির ৯ম জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব রাখেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ আনোয়ার হোসেন।

এখলাছুর রহমান চৌধুরী এর সভাপতিত্বে ৯ম জেলা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আলতাফ হোসাইন। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আজিজুল হক চৌধুরী, যোগেন চন্দ্র রায়, ডাঃ সুভাস কুন্ডু, পার্বতীপুর উপজেলার হাফিজার রহমান, সদর উপজেলার ডাঃ হাসান আলী ও আজিজুল ইসলাম। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন এ্যাডঃ মেহেরুল ইসলাম, বদিউজ্জামান বাদল, খন্দকার আশরাফুজ্জামান, আমৃত কুমার রায় ও ডাঃ গোকুল চন্দ্র রায়।

এর আগে ৯ম জেলা সম্মেলন উপলক্ষে বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি দিনাজপুর জেলা কমিটি শহরের বালুবাড়ী শহিদ মিনারস্থ হাজী মোহাম্মদ দানেশ এর বাসভবন প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে।

 

Spread the love