শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল নেপালে

আগামী ৬ সেপ্টেম্বর থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুতে ষষ্ঠ সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার মেয়েদের সবচেয়ে বড় এই ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে আজ সেখানে পৌঁছে গেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। 

বাংলাদেশ ছাড়াও এই আসরে অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, ভুটান ও শ্রীলংকা। সাত জাতির এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান ও মালদ্বীপের সঙ্গে। 

আর ‘বি’ গ্রুপের তিন দল হচ্ছে-নেপাল, ভুটান ও শ্রীলংকা।

বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোয় বাংলাদেশ দুর্দান্ত খেললেও সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ ফলাফল একবার রানার্সআপ হওয়া। 

এই অঞ্চলের মেয়েদের টুর্নামেন্টে একচেটিয়া সাফল্য ভারতের। আগে হওয়া ৫টি টুর্নামেন্টের শিরোপাই ঘরে তুলেছে তারা।

বাংলাদেশরে জাতীয় দলটি তারুণ্যনির্ভর। অধিনায়ক সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও সিরাত জাহান স্বপ্নারা ছাড়া বাকি সবাই অংশ নিয়ে থাকে বয়সভিত্তিক টুর্নামেন্টে। অভিজ্ঞতার ঘাটতির কারণেই বাংলাদেশের মেয়েরা জাতীয় দলে গিয়ে কুলিয়ে উঠতে পারে না।

তবে আগের সাফগুলোর চেয়ে এবারের আসরে বাংলাদেশ দল পরিপক্ক। বয়সভিত্তিক দলের খেলোয়াড়রাই জাতীয় দলে খেলে খেলে এখন কিছুটা অভিজ্ঞতা বাড়িয়েছে। যে কারণে বাংলাদেশ আগের সাফগুলোর চেয়ে এবার আরও ভালো ফলাফল আশা করছে। 

কিছুদিন আগে মালয়েশিয়ার বিপক্ষে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলে বাংলাদেশের মেয়েরা আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে।

Spread the love