শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ যখন উন্নয়নমুখী হয় তখনই দেশ ও তার নেতৃত্বের উপর আঘাত আসে

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বাংলাদেশ যখন উন্নয়নমুখী হয় তখনই দেশ ও তার নেতৃত্বের উপর আঘাত আসে, হত্যাযজ্ঞ চলে। ১৯৭৫ সালের শোকাবহ ১৫ আগস্ট এবং এর পরবর্তী সময়ে প্রগতিশীল শান্তিকামী মানুষের উপর আঘাত এটাই প্রমাণ করে।’

শুক্রবার বেগম ফজিলাতুন্নেছা মুজিবের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হল আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসিত করে বেগম খালেদা জিয়া বর্তমানে জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে মোস্তাক, জিয়া ও এরশাদের উত্তরসূরির পরিচয় দিচ্ছেন।’

ছাত্রলীগের উদ্দেশ্যে তিনি বলেন, ‘পরাধীন দেশে ছাত্রলীগেই ছিলো শেখ মুজিবুর রহমানের আস্থাভাজন ও বিশ্বস্ত সহচর। তারা সংখ্যায় কম থেকেও কিন্তু স্বাধিকারের প্রশ্নে তারা কোন প্রকার আপোষ করেনি বলেই বৃহৎ বলয় তৈরি করতে পেরেছিল। আমি আশা করবো আজকের পরীক্ষিত ছাত্রলীগ সেভাবেই এগিয়ে চলবে।’

বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সভাপতি দারুস সালাম শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াজ আল রিয়াদ। বঙ্গবন্ধু হল মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এএম আমজাদ, বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ মফিজুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের সহ-সম্পাদক রাশেক রহমান, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ঢাবি ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।

Spread the love