শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ শিক্ষক সমিতি বড়বন্দর এর আয়োজনে সন্ত্রাস জঙ্গীবাদ ও নাশকতা নির্মুলে মনববন্ধন কর্মসূচী পালিত

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ সোমবার বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা ও সদর উপজেলা শাখা বড়বন্দর দিনাজপুর আয়োজিত দিনাজপুর ইনস্টিটিউট সম্মুখের পাকা সড়কে সন্ত্রাস, জঙ্গীবাদ ও নাশকতা নির্মুলে মানববন্ধন ও র‌্যালী কর্মসূচী পালন করে।

কর্মসূচীর উদ্বোধন করতে গিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখা বড়বন্দর দিনাজপুরের সদস্য সচিব মোঃ নেজামুল ইসলাম, যুগ্ম সচিব জয়নাল আবেদিন, সদর উপজেলা সচিব আঃ আজিজ, উপজেলা শাখা সাংগঠনিক সম্পাদক মোঃ লিয়াকত আলী, জো প্রচার সচিব বিনয় কুমার রায়, উপজেলা সাংস্কৃতিক সচিব খায়রুল ইসলাম, প্রধান শিক্ষক একেএম ফজলুল হক, প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, শিক্ষক মাওঃ মকবুল হোসেন,  বীরগঞ্জ উপজেলা শাখার বিপুল চন্দ্র রায় বলেন, জঙ্গীবাদ সন্ত্রাসবাদ উন্নয়নের বড় বাধা। একটি মহল মেধাবী শিক্ষার্থীদের মগজ ধোলাই করে সন্ত্রাস ও জঙ্গীবাদের মাধ্যমে নিজেদের ফায়দা হাসিল করতে চায়। শিক্ষক সমাজ তা হতে দেবে না। প্রতিটি শিক্ষককে এ ব্যাপারে সতর্ক ও সচেতন হতে হবে। এছাড়া মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

Spread the love