শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বারসিক এর উদ্যোগে দিনাজপুরে ২দিন ব্যাপী গণমাধ্যম স্থানীয় সরকার ও জেন্ডার প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি: জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই।

বুধবার ডিয়াকোনিয়ার অর্থায়নে, মানব কল্যাণ পরিষদের সহায়তায় এবং বারসিক, ঢাকা এর উদ্যোগে আয়োজিত ২দিন ব্যাপী গণ মাধ্যম, স্থানীয় সরকার ও জেন্ডার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে বক্তারা এই অভিমত ব্যক্ত করেছেন। দিনাজপুর প্রেসক্লাব কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুল হুদা হেলাল, শশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ফুলাল, বিশিষ্ট লেখিকা লায়লা চৌধুরী এবং ইউপি মেম্বার রমজান আলী ও দিপ্তী রানী রায়।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালন করেন আজহারুল আজাদ জুয়েল। কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন বারসিক এর পাভেল পার্থ।

কর্মশালার প্রথম দিনে গণমাধ্যম ও জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা নিয়ে আলোচনা হয়। কর্মশালার দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার বিষয়ে আলোচনা হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দিবেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ। কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, নারী নেত্রী এবং কয়েকজন জনপ্রতিনিধি অংশ নিচ্ছেন।

Spread the love