বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে ইরি-বোরো ধান কাটা শ্রমিকের তীব্র সংকট

Baliyadangiবালিয়াডাঙ্গী উপজেলায় ইরি-বোরো ধান কাটা শ্রমিকের তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে প্রতিটি ইউনিয়নে ইরি-বোরো ধান চাষ হয়। ইরি-বোরো ধান কাটার সময় পেরিয়ে যাওয়ার উপক্রম হলেও ইরি-বোরো ধান কাটা শ্রমিকের অভাবে কৃষকরা ধান কাটতে পারছে না। এই সব জমির ইরি-বোরো ধান কাটতে অতিরিক্ত মজুরী দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি অফিসার আনিসুর রহমানের সাথে আলাপ করে জানা যায়, এই সব এলাকায় ৫০ হাজার একর জমিতে ইরি-বোরো ধান আবাদ হয়েছে। জৈষ্ঠ্য মাসে ইরি-বোরো ধান কাটা শুরু হয়।  বর্তমানে প্রতি মজুরে ৩০০-৩৫০ শত টাকা এবং প্রতি বিঘায় ইরি-বোরো ধান হিসেবে ৮-১০ কেজি ইরি-বোরো ধান প্রতিটি মজুরকে দিতে হচ্ছে।

Spread the love