শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে যৌতুক লোভী ওবায়দুরের নির্যাতনে মৃত্যূর সাথে পাঞ্জা লড়ছে হাসিনা বানু

বেলাল উদ্দিন, দিনাজপুর প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কিশমত পলাশবাড়ী বুনিয়াডাঙ্গী গ্রামের যৌতুক লোভী ওবায়দুর ও তার পরিবারের নির্যাতনের শিকার হাসিনা বানু মৃত্যূর সাথে পাঞ্জা লড়ছে। মামলা থেকে বাঁচতে ওবায়দুরের পরিবার হাসিনা ও তার আতœীয় স্বজনদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে ২০০১ সালের ১৫ নভেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলার ইসলাম নগর গ্রামের মৃত বশির ্দ্দীনের মেয়ে হাসিনা বানুর সংঙ্গে বালিয়াডাঙ্গী উপজেলার কিশমত পলাশবাড়ী বুনিয়াডাঙ্গী গ্রামের মৃত হাজী ইউসুফ আলীর পুত্র ওবায়দুর রহমানের বিয়ে হয়। মেয়ের সুখের কথা চিন্তা করে পরিবারের লোকজন নগদ টাকা,মটর সাইকেল ও স্বর্নালংকার প্রদান করে ওবায়দুরকে, হাসিনা ৩ সন্তান জন্ম ওেয়ার পর থেকেই স্বামী ওবায়দুর বিভিন্ন কৌশলে স্ত্রী ও তার পরিবারের উপর যৌতুকের জন্য চাপ প্রদান করতে থাকে এক পর্যায়ে যৌতুক লোভী স্বামী ওবায়দুর ও তার পরিবারের সদস্যরা জোর পূর্বক হাসিনার নিকট হতে একটি সাদা ষ্ট্যাম্পে ¯া^ক্ষর নিয়ে ওবায়দুরকে অন্যত্র বিবাহ দেয়। এমতাবস্থায় ৩ সন্তানের কথা চিন্তা করে হাসিনা আসামীদের শত নির্যাতন উপেক্ষা করে ঘর সংসারকরতে থাকে। গত ১৫ জানুয়ারী হঠাৎ যৌতুক লোভী ওবায়দুর ও তার পরিবারের সদস্যগন হাসিনাকে বেদম মার পিট শুরু করে ্এবং হত্যার উদ্দেশ্যে ছুড়ি দ্বারা আঘাত করে। এ অবস্থায় প্রতিবেশি মৃত আব্দুল লতিফের পুত্র নুর আলম ফোনে হাসিনার বাড়িতে খবর দিলে বাড়ীর লোকজন ঘটনাস্থলে গিয়ে হাসিনাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় এবং পরে চিকিৎসকদের পরামর্শ মতে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ২৯ জানুয়ারী তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো সার্জারী বিভাগে ভর্তি করা হয় এবং ১ ফেব্রুয়ারী ওই হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টার তথা ওসিসিতে প্রেরন করা হয় এবং গত ১৪ ফেব্রয়ারী রংপুর মেডিক্যাল কলেজের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারের পরামর্শে বালিয়াডাঙ্গী থানায় নারী ও শিশু নির্যাতন দমন (২০১০) আইনের ১১/খ/৩০ ধারায় ১টি মামলা দায়ের করে হাসিনা বানু । বাদীর পরিবার জানায় যৌতুক লোভী পাষন্ড ওবায়দুর ও তার পরিবার ঘটনা আচ করতে পেরে কৌশলে গত ১১ ফেব্রুয়ারী বাদীনি ও তার পরিবারের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মিথ্যা মামলা আনয়ন করে। এ বিষয়ে ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টার রংপুর এর কর্তব্যরত চিকিৎসকের সংগে যোগাযোগ করা হলে তিনি জানান অত্যন্ত অমানবিকভাবে হাসিনাকে হত্যার উদ্দেশ্যে নির্যাতন চালানো হয় এ ঘটনা আমাদের স্তম্ভিত করে দিয়েছে। তিনি এ ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। হাসিনা ও তার পরিবারের লোকজন আবিলম্বে যৌতুক লোভী ওবায়দুর ও তার সহযোগীদের শাস্তির দাবী জানান এবং গত ১১ ফেব্রুয়ারী ওবায়দুর কর্তৃক আদালতে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান। এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এ প্রতিনিধিকে বলেন বিষয়টি সম্পর্কে আমি অবগত এবং তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ যথাযথ ভাবে দায়িত্ব পালন করতে সচেষ্ট রয়েছে।

 

Spread the love