বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাল্য বিবাহ নারী নির্যাতনের অন্যতম কারণ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা

দিনাজপুর প্রতিনিধি: সোসাইটি ফর উদ্যোগ সংস্থা কর্তৃক বাস্তবায়িত এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ‘‘জনসম্পৃক্ততার মাধ্যমে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ প্রকল্প’’ কর্তৃক আয়োজিত গতকাল বৃহস্পতিবার  বিরল উপজেলার আজিমপুর ইউনিয়নের রাজুরিয়া উচ্চ বিদ্যালয় ও মঙ্গলপুর ইউনিয়নের উত্তর বিষ্ণপুর ভি এম এস সি উচ্চ বিদ্যালয়ে ১৩ই নভেম্বর ইং তারিখে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন এম. এ. সামাদ, সহকারী শিক্ষক, রাজুরিয়া উচ্চ বিদ্যালয় ও শ্রী ভূদেব চন্দ্র দেবশর্ম্মা সহকারী শিক্ষক, উত্তর বিষ্ণপুর ভি এম এস সি উচ্চ বিদ্যালয়। আলোচনা সভায় অংশগ্রহন করেন রাজুরিয়া উচ্চ বিদ্যালয় ও উত্তর বিষ্ণপুর ভি এম এস সি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,  বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, অবিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ। আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উম্মে নেহার, নির্বাহী পরিচালক, সোসাইটি ফর উদ্যোগ; প্রকল্পের কার্যক্রম নিয়ে আলোচনা করেন মো: আব্দুর রাজ্জাক, প্রকল্প সমন্বয়কারী। আলোচনা সভা ও অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ মীর মোশারফ হোসেন, প্রজেক্ট ফ্যাসিলিটেটর ও মোঃ মশিউর রহমান, প্রজেক্ট ফ্যাসিলিটেটর। বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল ‘‘ বাল্যবিবাহই নারী নির্যাতনের অন্যতম কারণ’’।  বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিত দলের অংশগ্রহনকারী ছাত্রছাত্রীদের মধ্যে পৃবস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে। এ ব্যাপারে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন করতে হবে।

Spread the love