শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বিএনপির দুই গুণ, দুর্নীতি আর মানুষ খুন: প্রধানমন্ত্রী

4095ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি মানুষ পুড়িয়ে মারছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি মানুষ পুড়িয়ে মারছে। যারা মানুষ পুড়িয়ে মারে, তাঁদের কোনো মানবিকতা নেই। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘তারা বাসের ভেতর আগুন দিয়ে মানুষ হত্যা করছে, যাত্রীসহ সিএনজি অটোরিকশায় আগুন দিয়ে মানুষ মারছে। এমনকি তারা হেফাজত ও জামায়াতকে সঙ্গে নিয়ে কোরআন শরিফও পুড়িয়েছে। যারা মানুষ পোড়ায়, কোরআনে আগুন দেয়, তাঁরা ধর্মে কীভাবে বিশ্বাস করে?’

বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, ‘কেন এভাবে পুড়িয়ে মানুষ মারবে? এতে তিনি কী পাচ্ছেন, কী লাভ হচ্ছে?’

প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতার কথা উল্লেখ করে বলেন, ‘আমি নিজে তাঁকে ফোন করেছি। আমি তাঁকে সংলাপে বসার আমন্ত্রণ জানিয়েছি। হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছি। আসলে উনি নির্বাচন চান না।’

তিনি বলেন, “তিনি বঙ্গবন্ধুর খুনিদের মামলার রায়ের দিনে হরতাল ডেকেছিলেন। আজ যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে বলে তার মনে বড় ব্যথা। বাংলাদেশের প্রতি তার মায়া নেই। কারণ বাংলাদেশর মাটিতে তার জন্ম হয়ানি। তার জন্ম শিলিগুড়ির চা বাগানে। তাই আন্দোলনের নামে বাসে আগুন দিয়ে মানুষ মারছে। আজ বাস, সিএনজি, রিকশায় আগুন দিয়ে মানুষ মারছে। শুধু আগুন দিয়ে মানুষই মারছে তাই নয়। আগুনে দিয়ে পবিত্র কুরআন শরিফ পোড়াচ্ছে। এরা কিভাবে ইসলাম রক্ষার রাজনীতি কথা বলেন।?”

প্রধানমন্ত্রী বলেন, “আমরা দেশেকে দুর্নীতির দেশ থেকে বিশ্বের মাঝে রোল মডেল বাণীয়েছি। বিএনপির সময় মানুষের মধ্যে একটি কথা ছিল- বিএনপির দুই গুণ দুর্নীতি আর মানুষ খুন। আমরা বিদ্যুৎ উৎপাদন করে রেখেছিলাম। আর তারা দুর্নীতি করেছে।”

তিনি আরও বলেন, “আমাদের সময়ে প্রায় ছয় হাজার নির্বাচন হয়েছে, সবগুলো সুষ্ঠুু হযেছে। কিন্তু তাদের সময়ে নির্বাচনে কারচুপি হয়েছে। মাগুড়ার নির্বাচন কাপচুপি করেছে। কিন্তু আমাদের সময়ের সব নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার সুষ্ঠুুভাবে প্রযোগ করতে পেরেছ।”

তিনি বলেন, ‘আমরা জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করি, জনগণের গণতন্ত্রায়নে বিশ্বাস করি।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিএনপির দুই গুণ, দুর্নীতি আর মানুষ খুন।’

সমাবেশে এসময় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের সাফল্যের বিভিন্ন চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী

Spread the love