শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বিএনপির নেতাদের হত্যাকাণ্ডে জড়ানোর পরিকল্পনা হচ্ছে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, ‘লজ্জাজনক বিদেশি হত্যকাণ্ড ঘটার পর বিএনপি এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে উপযুক্ত তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে। কিন্তু সরকার প্রধান বিদেশি বসে বলেই দিলেন- এ ঘটনায় বিএনপি নেতারা জড়িত। তার সেই কথা প্রমাণ করার জন্য এখন চেষ্টা চলছে, বিএনপি নেতাদের কীভাবে সম্পৃক্ত করা যায়।’

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার বিকেলে এক দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষক দল মাহফিলের আয়োজন করে।

বিএনপি হত্যার রাজনীতি করে না জানিয়ে দলটির এই শীর্ষ নেতা বলেন, ‘বিএনপি গণতান্ত্রিক ও ধর্মীয় মূল্যবোধ বিশ্বাসী জাতীয়তাবাদী দল। এইদল হত্যার রাজনীতি করে না। কাজেই কেউ হত্যা করলে ব্যক্তিগত দায়িত্বে করবে। এই হত্যার দায় তাকে নিতে হবে। বিএনপি হত্যার দায়িত্ব নিতে পারে না। কিন্তু অন্যায়ভাবে বিএনপির নেতা-কর্মীকে হত্যার অভিযোগে জড়িয়ে হেয় করার চেষ্টা করা হলে, নিশ্চয় বিএনপি এর প্রতিবাদ জানাবে।’

বিদেশি হত্যাকাণ্ডে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেলকে জড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘সোহেলকে জড়িয়ে যেসব রটনা চলছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কারণ আমরা বিশ্বাস করি, হাবিব উন নবী খান সোহেল বিএনপির রাজনীতির একজন নিবেদিত প্রাণকর্মী এবং নেতা। আর বিএনপির সঙ্গে হত্যার সম্পর্ক নেই।’

বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার অনুপস্থিতিতে তাকে ১৩ বছরের দণ্ড দেওয়ায় তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি বলেও মনে করেন নজরুল ইসলাম।

বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না দাবি করে তিনি বলেন, ‘বিচার বিভাগের প্রতি আমাদের আস্থা আছে। কিন্তু বিচার বিভাগকে স্বাধীণভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। সরকারের ইচ্ছার বিরুদ্ধে রায় দিলেও কী হয়, এটার প্রমাণও আছে।’

সরকার বিএনপির জনপ্রিয় নেতাদের নির্বাচনে অযোগ্য করে একটি প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন করার ‘ষড়যন্ত্র’ করছে- অভিযোগ করে নজরুল ইসলাম বলেন, এ ‘চক্রান্ত’ সফল হবে না।

দোয়া মাহফিলে কৃষক দলের সাধারণ সম্পাদক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ দফতর বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম, আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন জসিম, মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Spread the love