শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বিএনপির সঙ্গে সংলাপে বসার প্রশ্নই আসে না’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন,সরকার সন্ত্রাসী দল বিএনপি-জামায়াতের সঙ্গে কখনোই সংলাপে বসবে না। এইটা শেখ হাসিনা প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার পরই জানিয়ে দিয়েছেন।’

তিনি জানান, কূটনীতিকরা বাংলাদেশের চলমান সহিংসতা নিয়ে তারা উদ্বিগ্ন। যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ নিয়ে কূটনীতিকরা সরকারের সঙ্গে আলাপ করতে চেয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘তারা জানতে চেয়েছে, সহিংসতা বন্ধ হবে কবে। তাদেরকে বিভিন্ন ডকুমেন্ট (প্রমাণপত্র) দিয়ে বলেছি, এগুলো বিএনপি-জামায়াতের কাণ্ড। তবে সরকারের হাতে এখনো নিয়ন্ত্রণ রয়েছে। সহিংসতা আগের চেয়ে অনেক কমেছে। বাংলাদেশকে সহিংসতা শূন্য করা হবে। এর জন্য আর একটু সময় দিতে হবে।’

শাহরিয়ার আলম বলেন, ‘কূটনীতিকরা সরকারকে সংলাপের আহ্বান জানাতে বলেছে। আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি, কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সরকার সংলাপে বসবে না। বিএনপি-জামায়াত জোট যে সন্ত্রাস করছে এবং সহিংসতা ঘটাচ্ছে তা কূটনীতিকদের তথ্য প্রমাণসহ দেখিয়েছি।’

Spread the love