শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএসএফকে মিষ্টি পাঠালো বিজিবি

রোমেল বসাক, হাকিমপুর প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

বৃহস্পতিবার দুপুরে হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শূন্যরেখায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে এ মিষ্টি পাঠানো হয়।

 

বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার ও জয়পুরহাট ৩-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষ থেকে তিন প্যাকেট মিষ্টি ভারতের বিএসএফ রায়গঞ্জ সেক্টর কমান্ডার,৭৫-পতিরাম বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক ও ৯৬-রায়গঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ককে পাঠানো হয়। বিজিবির পক্ষে হিলি চেকপোস্ট গেটের পোস্টকমান্ডার হাবিলদার সোহরাব হোসেন ভারতের হিলি চেকপোস্ট গেটের বিএসএফ পোস্টকমান্ডার রাম ভেলু সিংহের হাতে এ মিষ্টিগুলো তুলে দেন। এ সময় সেখানে দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনীর সৈনিকগণ উপস্থিত ছিলেন।

 

বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্পকমান্ডার নায়েক সুবেদার আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দেওয়া হয়েছে। দুই বাহিনীর মাঝে এটি শুধু মিষ্টি বিনিময় নয়। এতে করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করবে।

Spread the love