বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিচারপতি ঐতিহাসিক কান্তজিউ মন্দির ও নয়বাদ মসজিদ পরিদর্শন করলেন।

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোলের ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দির পরিদর্শন করেছেন বিচার পতি মোঃ নজরুল ইসলাম তালুকদার। দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দির পরিদর্শন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচার পতি মোঃ নজরুল ইসলাম তালুকদার। তিনি গত ৮ জুলাই/১৬ বিকেল সাড়ে ৬ টার দিকে এই ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দিরটি পরিদর্শন করেছেন। মন্দির পরিদর্শনকালে সঙ্গে ছিলেন বিচারপতির সহ ধর্মীনী ও ছেলে-মেয়েরা। বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার মন্দিরটির চার পার্শ্বে ঘুরে ঘুরে দেখার পর মন্দিরের পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। এরপর ওই সময়ে নয়াবাদ ঐতিহাসিক জামে মসজিদটিও পরিদর্শন করেন এবং মাগরিবের নামাজ নয়াবাদ জামে মসজিদেই আদায় করেন। মন্দির ও মসজিদ পরিদর্শন কালে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ মনসুর আলী সরকার, মিডিয়া কর্মীদের মধ্যে সুকুমার রায়, মোঃ ইব্রাহীম খলিল (সোহাগ), মোঃ সাইফুল ইসলাম সহ মন্দিরের কেয়ারটেকার বিনয় কুমার মহন্ত ও পুজারীরা এ সময় উপস্থিত ছিল।

Spread the love