শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিজিবি কর্তৃক মাদকসহ বিভিন্ন প্রকার মালামাল আটক

দিনাজপুর প্রতিনিধি : বাংলাদেশের সীমানা রক্ষা, সীমান্তে চোরাচালান দমন, সীমান্ত এলাকায় অন্যান্য অপরাধ নিয়ন্ত্রনসহ সীমান্ত ব্যবস্থাপনার সার্বিক কর্তব্য ও দায়িত্ব নিয়ে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিভিন্ন পদবীর সদস্যগণ প্রতিকুল পরিবেশের মধ্যেও নিরলস পরিশ্রম করে যাচ্ছে। কখনও কখনও মাদকদ্রব্য আটকের ক্ষেত্রে দুধর্ষ চোরাচালানী কর্তৃক অনেক সময় বিজিবি সদস্যদের শারীরিক ক্ষতিসহ অঙ্গহানির মত ঘটনাও ঘটেছে। তথাপিও বিজিবি সদস্যবৃন্দ পেশাগত দায়িত্ব পালনে সর্বদাই আন্তরিকতা ও সাহসিকতার পরিচয় দিয়ে আসছেন। বিভিন্ন সময়ে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর ভিন্ন ভিন্ন টহল অভিযান পরিচালনা করে শুধুমাত্র জানুয়ারি ২০১৪ মাসে ২,৭০,৪০,৫৭৫/- টাকার মাদকদ্রব্যসহ অবৈধপথে আগত বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক করতে সক্ষম হয়েছেন। আটককৃত মালামালের মধ্যে ২,৮০১ বোতল ফেন্সিডিল, ১৫০ বোতল লুপিকফ, ২৬৯ বোতল বিদেশী মদ, ৫০৫ লিটার দেশী মদ, ১.২৫০ কেজি গাজা, ৮,৬৯৭ টি নেশা জাতীয় ট্যাবলেট, ৭,৯৫২ টি নেশা জাতীয় ইনজেকশন, ৩০ কেজি মদ বানানোর বড়ি এবং অন্যান্য মালামালের মধ্যে শাড়ী, কার্ডিগান, সাইকেল, ইলেট্রনিক্স সার্কিট, জিরা, বউটুপি, শার্টপিচ ও ফল ফলাদি ইত্যাদি রয়েছে। উলে­খিত চোরাইমালামাল সমূহ পরিবহনকালে বিভিন্ন সময়ে ১০ জন আসামীসহ ০৫ টি মোটর সাইকেল ও ০২ টি বড় ট্রাক (৫টন) আটক পূর্বক সংশি­ষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃত মালামালের মধ্য থেকে মাদক ও নেশাজাতীয় দ্রব্যসমূহ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, পার্বতীপুর এর অবগতি সাপেক্ষে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এবং অন্যান্য সামগ্রীসমূহ কাষ্টমস্ অফিস, দিনাজপুরে জমা করা হয়েছে।

Spread the love