শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদ্যুতের দাম বৃদ্ধিতে সিপিবি ও বাসদের গণঅবস্থান

Ec-01দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি এবং বিদ্যুৎখাতের ভ্রান্ত নীতির আর্থিক দায়ভার জনগনের উপর চাপিয়ে দেয়ার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এনার্জি রেগুলেটরি কমিশনের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করছেন।

বুধবার সকাল সাড়ে ১১টা থেকে এ গণঅবস্থান কর্মসূচি চলছে এবং দুপুর ২টা পর্যন্ত তা অব্যাহত থাকবে।

গণঅবস্থান কর্মসূচিতে বক্তরা বলেন, বিদ্যুৎ খাতে সরকারের ভ্রান্ত নীতি ও পদক্ষেপ, দুর্নীতি, অদক্ষতা ইত্যাদির আর্থিক দায়ভার সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ক্রমাগতভাবে দফায় দফায় বিদ্যুতের দাম বাড়িয়ে, সাধারণ মানুষের পকেট কেটে, লুটপাটের আয়োজনকে পোক্ত করা হচ্ছে। সরকারের গণবিরোধী নীতির দায় সাধারণ মানুষ নেবে না। বিদ্যুতের মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

এ গণঅবস্থান কর্মসুচিতে উপস্থিত আছেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামানসহ সংগঠনের অনেক নেতাকর্মী।

এ সময় তারা বিদ্যুতের দাম না বাড়ানোর জন্য বিভিন্ন শ্লোগান দিচ্ছেন ও প্ল্যাকার্ড বহন করছেন।

Spread the love