শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিনা কাদায় ধান চাষ করে কৃষকেরা লাভবান

Thakurরাইস প্লান্টার মেশিন দিয়ে বিনা কাদায় ধানের চাষ করে ঠাকুরগাঁওয়ে কৃষকরা আর্থিকভাবে লাভবান হয়েছেন।
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের কৃষক আজগর আলী জানান, আড়াই বিঘা জমিতে এ পদ্ধতিতে বোরো ধান আবাদ করে তার প্রায় ৭ হাজার টাকা উৎপাদন খরচ কম হয়েছে। একই গ্রামের সাইফুল ইসলাম বলেন, বিনা কাদায় ধানের চারা রোপণ পদ্ধতি কৃষকদের আর্থিক সাশ্রয় ঘটাচ্ছে।
এ উপলক্ষে বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর গ্রামে এক কৃষক সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম আজম। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার আজিজুল ইসলাম, আইডিইর কর্মকর্তা নূর নবী মিয়া, কৃষক আবু নাসের প্রমুখ।
কনজারভেশন এগ্রিকালচার প্রকল্পের আওতায় আইডিই এ কর্মসূচি বাস্তবায়ন করছে দেশের বিভিন্ন জেলায়। বিনা কাদায় ধানের চারা রোপণ পদ্ধতি অনুসরণ করে এলাকার কৃষকরা সুফল পাচ্ছেন।
সদর উপজেলা কৃষি অফিসার আজিজুল ইসলাম জানান, প্রায় ৩৫ বিঘা জমিতে এ পদ্ধতিতে বোরো ধানের চাষ হয়েছে। লাগসই এ প্রযুক্তি ঠাকুরগাঁও, রাজশাহী, ময়মনসিংহ, রাজবাড়ী জেলার কৃষকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এ প্রযুক্তিতে ধান চাষে ভূ-গর্ভস্থ পানির অপচয় রোধ করা সম্ভব। এ ছাড়া মাটির উর্বরতা শক্তির ক্ষয়রোধ এবং উৎপাদন খরচ হ্রাস পাবে। – See more at: http://www.fairnews24.com/details.php?id=34094#sthash.HGF9fP7q.dpuf
Spread the love