শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরলে আউশ প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষি উপকরণ বিতরণ

দিনাজপুর প্রতিনিধি : গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিরলে আউশ প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল খায়রুম এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আনোয়রুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাট অধিদপ্তরের উর্দ্ধতন সহকারী পরিচালক কোমল কৃষ্ণ কুন্ডু, অতিরিক্ত কৃষি অফিসার আশরাফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইসহাক আলী সরকার, শহরগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে আউশ প্রণোদনা কর্মসূচীর আওতায় ৫০০ জন কৃষকের প্রত্যেকের মাঝে উফসী জাতের ৫ কেজি আউশ ধানের বীজ, ইউরিয়া ২০ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি ও সেচ সহায়তা বাবদ ৩০০ টাকা এবং ২০ জন কৃষকের মাঝে নেরিকা জাতের ধান বীজ ১০ কেজি, ইউরিয়া ২০ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি, সেচ সহায়তা বাবদ ৩০০ টাকা ও আগাছা দমন বাবদ ৩০০ টাকা বিতরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানে ১ হাজার জন কৃষকের মাঝে ও৯৮৯৭ জাতের তোশা পাট বীজ বিতরণ করা হয়।

 

Spread the love