শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিরলে ছিনতাইকারীর কবলে পড়ে পুলিশ কনষ্টেবল গুরুতর আহত

আতিউর রহমান, বিরল (দিনাজপুর) : দিনাজপুরের বিরলে ছিনতাইকারীদের কবলে পড়ে এক মোঃ নাহিদ (৪০) নামে এক পুলিশ কনষ্টেবল আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

আহত নাহিদ কুড়িগ্রাম জেলার উলিপুর থানার কিশোরপুর গ্রামের আব্দুল করিম সরকারের পুত্র।

 

উপজেলার ধর্মপুর ইউপি’র কুকুড়ীবন ভায়া পলাশবাড়ী ইউপি’র চকেরহাট রাসত্মায় শনিবার রাত ১১টায় এ ঘটনা ঘটে।

 

জগতপুর পুলিশ তদমত্ম কেন্দ্রের এ.এস.আই আউয়াল জানান, উপজেলার ধর্মপুর ইউপি’র কুকুড়ীবন ভায়া পলাশবাড়ী ইউপি’র চকেরহাট রাসত্মা দিয়ে শনিবার রাত ১১ টার সময় জগতপুর মোটরসাইকেল যোগে যাওয়ার সময় ছিনতাইকারীদের হামলার শিকার হন। ছিনতাইকারীরা মোটরসাইকেলটির গতিরোধ করে ধাক্কা দিলে আরোহূ দু’জনই ছিটকে পড়ে যান। এ সময় ছিনতাইকারীদের আঘাতে পুলিশ কনষ্টেবল নাহিদ মাথায় গুরম্নতর আঘাত পান। ছিনতাইকারীরা বাজাজ ডিসকোভার ১৩৫ সিসি মোটর সাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার পর রাসত্মার কিছু দূরে মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ কনষ্টেবল নাহিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

বিরল থানার ওসি মোঃ আব্দুল হাই সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Spread the love