শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিরলে জিও-এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত

বেলাল উদ্দিন, দিনাজপুর প্রতিনিধি ॥ বিরলে জিও-এনজিও ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সোসাইটি ফর উদ্যোগ সংস্থার বিরলস্থ প্রকল্প অফিসে সেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিদের সাথে সেবা গ্রহণকারীদের সমন্বয় বিষয়ক দিনব্যাপী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার সালামা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) ফিরোজা বেগম সোনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. এ.এস.এম. জাহিদুল ইসলাম, থানার পরিদর্শক (তদন্ত) সরেস চন্দ্র, উদ্যোগ এর নির্বাহী পরিচালক উম্মে নাহার, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজিবুন নাহার, থানার উপ-পরিদর্শক এবি সিদ্দিক, সহকারী প্রাথমিক শিক্ষা অপিসার চারু গোপাল রায়, ধানজুড়ি কুষ্ঠ কেন্দ্র এর কিনিক ইনচার্জ পলাশ চন্দ্র দেব শর্মা, পদক্ষেপ এর ব্রাঞ্চ ম্যানেজার ভূপেন্দ্রনাথ অধিকারী, সহযোগী ম্যানেজার কামাল উদ্দীন, গ্রাম বিকাশ কেন্দ্রের হিসাব রক্ষক আমজাদ হোসেন, প্রেস কাব এর যুগ্ন-আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক আতিউর রহমান, বিষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আলী, উদ্যোগ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর আব্দুর রাজ্জাক, মনিটরিং অফিসার অম্বরিশ চন্দ্র দেব শর্মা প্রমূখ। সভায় সোয়াই ফু রোগ, মানবাধিকার রক্ষা, বাল্য বিবাহ প্রতিরোধ, পিতা-মাতার ভরণ পোষণ ও মর্যাদায় গড়ি সমতা শীর্ষক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Spread the love