শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরলে দেবত্তর সম্পত্তি রক্ষায় হিন্দু জনসাধারণের সংবাদ সম্মেলন।

সুবল রায়, বিরলঃ দিনাজপুরের বিরলে দেবত্তর সম্পতি রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছে একটি গ্রামের ২ শতাধিক মানুষ।

গতকাল বুধবার বিকালে উপজেলা রাণীপুকুর ইউপি’র চক বিষ্ণুপুর গ্রামের শ্রী শ্রী ভাঙ্গী ঠাকুর হরি মন্দির চত্বরে অনুষ্ঠিত্ব্য সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি রাজেন চন্দ্র রায়ের পক্ষে ডাঃ বীরেন চন্দ্র রায় লিখিত বক্তব্য পাঠ করে বলেন, দেশ স্বাধীন হওয়ার পূর্ব থেকে একই এলাকার ভটরু চন্দ্র এবং সে মারা গেলে পরে তার সন্তান মলিন চন্দ্র রায় দীর্ঘদিন হতে চক বিষ্ণুপুর মৌজার এস এ ৯৫ নং খতিয়ান ভুক্ত ১৮২ দাগের ১ একর ১৮ শতক সম্পত্তির উৎপাদিত ফসলের অর্থদিয়ে বিগ্রহ পুজাসহ হরিসভা করে আসত। নানা কারনে এলাকাবাসী সম্প্রতি মলিন চন্দ্র রায় কে দেবত্তর কমিটি থেকে বাদ দিলে মলিন ক্ষিপ্ত হয়ে ঐ দেবত্তর সম্পত্তি নিজের দাবী করে বসে। এতে এলাকাবাসীর সাথে তার দ্বন্ধ শুরু হয়। ফলে শুরু হয় মিথ্যা মামলা মকর্দ্দমা। সংবাদ সম্মেলনে উপস্থিত প্রায় ২ শতাধিক বিভিন্ন বয়সের হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের ভিন্ন ভিন্ন বক্তব্যে বলেন, আমরা কোন সহিংষতা চাইনা । আমরা শান্তিতে থাকতে চাই। আমাদের দেবত্তর সম্পত্তি কেউ যেন কোন ভাবে আর্ত্মসাৎ করতে না পারে। আমাদের দেবত্তর সম্পত্তি শ্রী শ্রী ভাঙ্গী ঠাকুর বিগ্রহ ও হরী মন্দিরকে ফিরিয়ে দেয়া হোক। এ সম্পত্তিকে কেন্দ্র করে আর যেন কোন মিথ্যা মামলা করা না হয় এবং সহিংষ কোন ঘটনা না ঘটে। এসময় উপস্থিত ছিলেন দেবত্তর কমিটির সভাপতি রাজেন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক যাদব চন্দ্র রায়, এলাকাবাসী রমেশ, মহন, মেলু, ভেগু, নবীন, মিহির করুনা, রাজকুমার রঞ্জন, আলেন, বৃষ্টি চন্দ্র. বাহিরু, ফটিক, কানু চন্দ্র, নবিনা বালা, এপতি বালা, রনি বালা, জ্যোসণা বালা, সূর্য বালা, পুর্নিমা বালা, মাইমতি বালা প্রমূখ।

Spread the love