শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরলে ভর্তুকি কার্যক্রমে কৃষি যন্ত্রপাতি বিতরণ

আতিউর রহমান, বিরল (দিনাজপুর) ॥সারাদেশের ১৩টি অঞ্চলের ন্যায় বিরলে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। উপজেলায় এবার শতকরা ৫০ ভাগ ভর্তুকিতে ১৩ টি কম্বাইন্ড হার্ভেষ্টর মেশিন ও ৮ টি রিপার মেশিন বিতরণ করা হয়।
ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যন্ত্রপাতি বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষি মন্ত্রী কৃষিবিদ ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি। এ সময় বিশেষ অতিথি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান এমপি, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কৃষিবিদ মেজবাহুল ইসলাম, প্রকল্প পরিচালক বেনজির আহমেদসহ ভিডিও কলে সংযুক্ত ছিলেন মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ও সারাদেশের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
মঙ্গলবার সকাল ১১ টায় বিরল উপজেলা কৃষি অফিস চত্ত্বরে কৃষকদের মাঝে যন্ত্রপাতি হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, পরিষদের চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা নির্বাহী অফিসার জিনাত রহমান, সহকারী কমিশনার (ভূমি) জাবের মোঃ সোয়াইব, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাহবুবার রহমান, কুষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ কাওছার মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান আপেল মেম্বার, বিরল প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মোজাম্মেল হক শামু, সবুল রায়, সদস্য তাজুল ইসলাম, আতিউর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

Spread the love