শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিরলে যক্ষ্মা বিষয়ক মতবিনিময় সভা

দিনাজপুর প্রতিনিধি : বিরল উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ জাহিদুল ইসলাম বলেছেন, আমাদের দেশে যক্ষ্মা সম্পর্কে সামাজিক কুসংস্কার এখন রয়ে গেছে। এর মুল কারণ হলো সচেতনতার অভাব। যক্ষ্মা একটি মারাত্বক সংক্রামক রোগ। সচেতনতাই পারে এর রোগ নিয়ন্ত্রনে আনতে। এরোগ থেকে পরিত্রান পেতে হলে আমাদের সচেতন হতে হবে এবং সম্মিলিত প্রচেষ্ঠায় যক্ষ্মা রোগকে প্রতিরোধ করতে হবে। মনে রাখবেন বিনামুল্যে যক্ষ্মা রোগের চিকিৎসা করা হয়। আসুন আমরা সচেতন হই এবং যক্ষ্মা রোগ প্রতিরোধ করি।

গতকাল রোববার বিরল উপজেলার মডেল রিসোর্স সেন্টার হলরুমে ইমামদের নিয়ে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) আয়োজিত যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে সুশিল সমাজের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওঃ মোঃ মনসুর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটাব দিনাজপুর জেলা শাখার অন্যতম সদস্য মোঃ জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন নাটাব আঞ্চলিক প্রতিনিধি ( দিনাজপুর অঞ্চল) মোঃ কাওসার উদ্দীন। উপস্থিত ইমামদের পক্ষে যক্ষ্মারোগ সমন্ধে বিভিন্ন প্রশ্ন রেখে বক্তব্য রাখেন ইমাম মাওঃ নবিউল ইসলাম, আব্দুস সোবহান, আমিনুল ইসলাম ও মোঃ রুস্তম আলী।

Spread the love