শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরল উপজেলা পরিষদ নির্বাচনে ডিউটি পালনকারী আনসার/ভিডিপি সদস্যদের বেতন ভাতা প্রদান

সংবাদ বিজ্ঞপ্তি : ২৮ এপ্রিল বিরল উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণে শৃঙ্খলা রক্ষায় ডিউটি পালনকারী ৮১৬ জন আনসার ভিডিপি সদস্য-সদস্যাদের উপস্থিতিতে বেতন ভাতা প্রদান করেন দিনাজপুর আনসার/ভিডিপি উপ-পরিচালক ও জেলা কমান্ড্যান্ট এ,কে,এম জিয়াউল আলম ও উপজেলা আনসার/ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজুল মোমিন।

উল্লেখ্য উপজেলার ১১টি ইউনিয়নের ৬৮টি ভোট কেন্দ্রে ৫ দিনের জন্য ৮১৬ জন আনসার/ভিডিপি সদস্য-সদস্যা ডিউটি পালন করে। ডিউটি পালনকারী প্রতি পিসি/এপিসি ৫দিনে ২১ শত টাকা ও পুরুষ আনাসার/মহিলা আনসার ১৯৫০ টাকা হারে প্রদান করেন। উক্ত উপজেলা নির্বাচনে ভোট গ্রহণে কথাও কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ছাড়াই ডিউটি পালনে শৃঙ্খলা বজায় রাখে আগ্রণী ভূমিকা পালন করেন এবং আনসার/ভিডিপি সদস্যদের ভোট কেন্দ্রে ডিউটি দেখার জন্য কর্মকর্তাগণ পরিদর্শন ও  তদারকীয় পালন করেন।

Spread the love