বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরল সীমান্তে বিজিবি ১ ব্যাক্তিকে আটক করে মাদকসহ মামলা দিয়েছে

আতিউর রহমান, বিরল (দিনাজপুর): বিরলের ধর্মপুর ইউপির ডুংডুংগী বিওপির বিজিবির সদস্যরা এক ব্যাক্তিকে আটক করে ষড়যন্ত্রমূলক ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল দিয়ে থানা পুলিশে সোর্পদ করার অভিযোগ উঠেছে। আটক ব্যাক্তি আদৌ মাদক ব্যবসার সাথে জড়িত ছিলনা বলে এলাকার মানুষের দাবি। এ নিয়ে সীমান্ত এলাকার মানুষের মাঝে বিজিবির গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, বুধবার দিবাগত ভোরে উপজেলার ধর্মপুর ইউপির ডুংডুংগী বিওপির বিজিবির একটি টহলদল দণি মেরাগাঁও গ্রামের মৃতঃ আব্দুল গফুর মিয়ার পুত্র আহাম্মদ আলীকে একটি ছোড়াসহ আটক করে ক্যাম্পে নিয়ে আসে। এ ঘটনা স্থানীয় ইউপি সদস্য দ্বীপচান জানতে পেয়ে বিওপিতে গিয়ে একটি ছোড়াসহ তাকে আটক করা হয়েছে বলে সত্যতা জানতে পারে। কিন্তু বৃহষ্পতিবার সকালে পরবর্তীতে ২৫ বোতল ফেন্সিডিলহ তাকে আটক করার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সকাল আনুমানিক সাড়ে ৭ টার দিকে ইউপি সদস্য দ্বীপচান, সুশীল মাষ্টারসহ বিওপিতে গেলে বিজিবির নায়েক সুবেদার জানান পরে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। ইউপি সদস্য দ্বীপচান এ প্রতিনিধিকে জানান, আহাম্মদ আলী আদৌ কোন দিন মাদক ব্যবসার সাথে জড়িত ছিলনা। সে গরুর ব্যবসা না কি করতো। বিজিবি কারো প্ররোচনায় ষড়যন্ত্র করে তাকে ফেন্সিডিল দিয়ে ফাঁসিয়ে থাকতে পারে। এলাকার সুশীল মাষ্টার এর সাথে কথা হলে তিনিও একই কথা বলেন। ডুংডুংগী বিওপির নায়েক সুবেদার এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ছোড়াসহ প্রথমে আটক করার পর ফেন্সিডিল উদ্ধার করার কথা বলে সংযোগ কেটে দেন। দিনাজপুর কুঠিবাড়ীস্থ বিজিবির ২ ব্যাটালিয়ান এর সিও লেঃ কর্ণেল জামাল এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনিও ছোড়া ও ফেন্সিডিলসহ আটক করেছে স্বীকার করে বলেন, কে কি বলল, সেটা বড় কথা নয়। বিজিবি তাঁকে ছোড়া ও ফেন্সিডিলসহ আটকের কথা জানিয়েছেন বলে জানান। এ ব্যাপারে বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই সরকার জানান, থানায় একটি মাদক আইনে মামলা করেছে বিজিবি। অপরদিকে, ইউপি সদস্যসহ স্থানীয় লোকজন ঘটনার সুষ্ঠ তদন্তের জোড়দাবি জানিয়েছেন। এলাকার অনেকের মাঝে এখন বিজিবির গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে।

Spread the love