শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরামপুরে মাদকদ্রব বিরোধী দিবস পালিত

মো.মাহাবুর রহমান, বিরামপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের বিরামপুরে বর্ণাঢ্য র‌্যালি, মানব বন্ধন, বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মাধ্যমে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হয়েছে।

বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন্স (বিওয়াইএফসি) বিরামপুর আঞ্চলিক অফিসের আয়োজনে রবিবার (২৬ জুন) সকালে র‌্যালি শেষে স্থানীয় ঢাকামোড়ে মহাসড়কের উপর স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় নেতা ও সমাজকর্মীদের অংশ গ্রহণে মানব বন্ধন করা হয়।

পরে ,দুপুরে জাহানারা কনফারেন্স সেন্টারে স্কুল শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা হয়েছে।

বিতর্ক অনুষ্ঠানের,বিওয়াইএফসি বিরামপুর অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জন অমৃত মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এস,এম মনিরুজ্জামান আল মাসউদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ মানিক, উপজেলা এনজিও ফোরামের সাধারণ সম্পাদক এনামুল হক, নিউজ ডায়েরির সম্পাদক মাহমুদুল হক মানিক, প্রোগ্রাম অর্গানাইজার মজিদুল ইসলাম, স্বাস্থ্য কর্মী নুরুন্নাহার রিক্তা, শিক্ষিকা নাসরিন নাহার, কিসমত আরা ও অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার এস,এম মনিরুজ্জামান আল মাসউদ।

Spread the love