বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিরামপুরে শিশু সুরক্ষায় কর্মশালা

শিশু সুরক্ষায় নাগরিক সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠানের করণীয় বিষয়ে বিরামপুর আর্মি কমিউনিটি সেন্টারে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী কর্মশালা হয়েছে। এনজিও সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ডেভেলপ দ্য ভিলেজ (ডিভি)’র যৌথ আয়োজনে কর্মশালায় উপজেলার সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ধর্মীয় কমিউনিটি প্রধান, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরামপুর এডিপি ম্যানেজার লিটন মল্ডলের সভাপতিত্বে ও স্পন্সরশীপ প্রকল্প ম্যানেজার নরেশ মারান্ডির সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন, ডিভির নির্বাহী পরিচালক এড. মোরশেদ মানিক। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরামপুর-ঘোড়াঘাট এডিপি’র পরিবিক্ষন ও মূল্যায়ন অফিসার মোফাখখারুল ইসলাম হীরু ‘শিশু সুরক্ষা’ বিষয়ক গবেষনা প্রতিবেদন উপস্থাপন করেন।
কর্মশালায় আলোচনায় অংশনেন, জেলা আইনজীবি নেতা এড. মওলা বক্স, শিশু বিশেষজ্ঞ ডা. সিরাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার ময়নুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, বিরামপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, উত্তরাঞ্চল ফেডারেল সাংবাদিক পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাহামুদুল হক মানিক, বিরামপুর প্রেসক্লাবের সহ-সম্পাদক আজহার ইমাম, কেন্দ্রীয় মসজিদের খতিব মাও. আনিছুর রহমান, কাজী সমিতির সাধারন সম্পাদক মোখলেছার রহমান, কেন্দ্রীয় হরিমন্দিরের পুরোহিত জীবন কুমার উপাধ্যায়, আদিবাসী নেতা বারনাবান সরেন, প্রধান শিক্ষক ফৌজিয়া আফনির, নারী নেত্রী লাভলী বেগম প্রমূখ।

Spread the love