শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিরামপুরে ১৭০ কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি ॥ বিরামপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (১৬ সেপ্টে:) উপজেলার ১৭০ কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসার নিকছন চন্দ্র পাল জানান, ২০২১-২২ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় সার-বীজ ও উপকরণ বিতরণ করা হয়। বিতরণের মধ্যে রয়েছে, ১২০ জন কৃষকের প্রতিজনকে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ১ কেজি, ডিএপি ২০ কেজি, এমওপি ২০কেজি, জমি প্রস্তুত, সেচ, শ্রমিক ও বাঁশ ক্রয়ের জন্য ২ হাজার ৮শ’ টাকা করে বিকাশে প্রেরণ এবং বীজতলার জন্য পলিথিন, প্লাটিকের সুতলী ও বালাইনাশক। ২০ জন কৃষকের মাঝে ৫০০ গ্রাম নাবী পাট বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ১০ কেজি ইউরিয়া এবং জমি তৈরি ও সেচ, আন্ত:পরিচর্যা, শ্রমিক ও বালাই নাশকের জন্য ২ হাজার ৬৩০ টাকা হারে বিকাশে পাঠানো হয়। মাস কলাই চাষ বৃদ্ধির জন্য ৩০ জন কৃষকের মাঝে ৫ কেজি মাস কলাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি হারে এমওপি বিনামূল্যে বিতরণ করা হয়। উপজেলা কৃষি চত্বরে এসব বিতরণের উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, ইউএনও পরিমল কুমার সরকার, উপজেলা কৃষি অফিসার নিকছন চন্দ্র পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু ও মেজবাউল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসরাম ইলিয়াস ও দীনেশ চন্দ্র রায়।

Spread the love