বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরামপুরে ১৮ দলের ডাকে শনিবার-রোববার বিরামপুরে ৪৮ ঘন্টার হরতাল। হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল

দিনাজপুর প্রতিনিধি : দশম জাতীয় সংসদের তফসীল বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবী, দেশব্যাপি গণগ্রেফতার, সরকারের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ, জোটনেত্রী খালেদা জিয়াকে অবরম্নদ্ধ করার প্রতিবাদ ও জাতীয় নেতৃবৃন্দের মুক্তির দাবীতে আগামী ৪ ও ৫ জানুয়ারী শনিবার ও রোববার ৪৮ ঘন্টার সকাল-সন্ধ্যা শামিত্মপূর্ণ হরতাল আহবান করেছে। এদিকে ৪৮ ঘন্টার হরতালের সমর্থনে এবং সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধের ৩য় দিন ৩ জানুয়ারী শুক্রবারে ১৮ দলীয় ঐক্যজোট বিরামপুর উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে মহাসড়ক অবরোধ, বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি’র সহঃসভাপতি ও বিরামপুর উপজেলা সভাপতি আলহাজ্ব আশরাফ আলী মন্ডল ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, বিরামপুর উপজেলা আমীর অধ্যাপক মুহাদ্দিস এনামুল হক এর যৌথ নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক কমর সেলিম, জেলা বিএনপি’র প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মঞ্জুর রশীদ রতন, পৌর বিএনপি’র সেক্রেটারী মিঞা আলহাজ্ব শফিকুল ইসলাম মামুন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই, বিএনপি নেতা দেলোয়ার হোসেন মোলস্না, শহিদুল ইসলাম আলো, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আমজাদ হোসাইন, সেক্রেটারী অধ্যাপক মকছেদ আলী, বায়তুলমাল সেক্রেটারী হাফিজুল ইসলাম, পৌর আমীর অধ্যাপক এ, এস, এম ফারুক, সেক্রেটারী সাখাওয়াত হোসেন, জেলা দক্ষিণ শিবিরের সভাপতি এনামুল হক, সেক্রেটারী আব্দুল হালিম, অর্থ সম্পাদক মীর শহীদ, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম, যুবদলের হাসানুজ্জামান হাসান ও থানা শিবিরের সভাপতি ইমরান প্রমূখ।

সকাল থেকে দুরপালস্নার কোন যানবাহন চলাচল করেনি, ট্রেন চলাচল করেছে কিছুটা বিলম্বে, ব্যাংক-বীমায় গ্রাহকদের উপস্থিতি কম।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম (পিপিএম) জানান, কোথাও অপ্রতিকর ঘটনা ও  নাশকতার খবর পাওয়া যায়নি। পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। বিরামপুরসহ পার্শ্ববর্তী উপজেলা গুলোতে  শহরের গুরম্নত্বপূর্ণ মোড়ে  পুলিশ-বিজিবিকে টহল দিতে দেখা গেছে। সেনাবাহিনী  স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল জোরদার করেছে।

Spread the love